প্ল্যাটফর্ম নিউজ, ২৪ জুন, ২০২২, শুক্রবার
সিলেটে স্বরণকালের সবচেয়ে বড় বন্যায় প্লাবিত পুরো শহর। যার দরুন সিলেটের অধিকাংশ এলাকাতেই মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে যে যেভাবে পারছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।
এদিকে সিলেটে বন্যার্তদের সাহায্য করার ক্ষেত্রে পিছিয়ে নেই চিকিৎসক সমাজও। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২১তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা সকলে একত্র হয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যায় কবলিত অসহায় মানুষদের পাশে ত্রাণ বিতরণ করেন।
বর্তমানে কর্মজীবনে সফল এই অকৃপণ চিকিৎসকদল গত ২৩ জুন, ২০২২ বৃহস্পতিবার গোয়াইনঘাটে ট্রলারে করে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২১তম ব্যাচের ডা. ইয়াসমিন এবং ডা. সায়েদ শাখওয়াত হোসেইন এর তত্বাবধানে এক দল সেচ্ছাসেবক গোয়াইনঘাটে অসহায় বন্যার্ত মানুষদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করেন।