২৯ মার্চ, ২০২০
করোনার সংক্রমন ঠেকাতে সারা দেশে চলাচল সীমিত করা করা হয়েছে। সাথে সাথে পর্যটন নগরী সিলেটেও চলছে লক ডাউন। এতে নিম্ন-আয়ের মানুষেরা রয়েছেন বিপদে। যারা দিন আনে দিন খায়, তারা সবচেয়ে বিপাকে পড়েছেন। এ সব মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করতে নর্থ-ইষ্ট মেডিকেল কলেজের বেশকিছু তরুন শিক্ষার্থী এগিয়ে এসেছেন। মেডিকেল কলেজটির ২২তম ব্যাচের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত রিক্সা-ভ্যান চালক ও দৈনিক কাজ না পাওয়া দুশ্চিন্তাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। অন্তত কয়েকটি দিন যেন তাদের পরিবারের সদস্যদের অন্নাভাব দেখা না দেয়, সে লক্ষে তারা প্রতি পরিবারের জন্য ৪কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল ও সাবান বিতরন করেন। তাদের এই মহৎ উদ্যোগ সিলেটের বিভিন্ন স্তরের মানুষের মাঝে প্রসংশিত হয়েছে।
তাছাড়া তাদের একাজে অনুপ্রাণিত হয়ে, সিলেটের অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠান এধরনের কাজে এগিয়ে আসার পরিকল্পনা গ্রহন করছে।
এধরনের কাজে সমাজের বিত্তশালীরা যদি এগিয়ে আসেন, তাহলে সিলেট তথা দেশের এই দুর্যোগের মুহূর্তে কোন দুস্থ পরিবারকে অর্ধাহারে দিনাতিপাত করতে হবে না। নর্থ-ইষ্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুন শিক্ষার্থীরা এগিয়ে আসবেন, এটাই সবার কাম্য।
প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ শরিফ শাহরিয়ার