প্ল্যাটফর্ম নিউজ, ২৫ জানুয়ারী ২০২১, সোমবার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কারিগরি সহায়তায় অবশেষে প্রকাশিত হয়েছে কোভিড -১৯ ভ্যাক্সিন নিবন্ধন ম্যানেজমেন্ট সিস্টেম “সুরক্ষা” ব্যবহারের সহায়িকা।
www.surokkha.gov.bd ওয়েব পোর্টালে প্রবেশ করলে ১৮ বছরের উপরে যেকোনো বাংলাদেশী নাগরিক ভ্যাক্সিনের জন্য নিবন্ধনের এ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।
ভ্যাকসিন পেতে সুরক্ষা সিস্টেমে NID ও মোবাইল নম্বর যাচাইয়ের মাধ্যমে নিবন্ধন, সুরক্ষা ওয়েব পোর্টাল হতে ভ্যাকসিন কার্ড সংগ্রহের পর SMS এর মাধ্যমে ভ্যাক্সিন প্রদানের তারিখ ও কেন্দ্র জানানো হবে। পরবর্তীতে নির্দিষ্ট তারিখে ভ্যাকসিন কার্ড ও NID কার্ড সহ কেন্দ্র হতে ভ্যাকসিনের প্রথম ডোজ এবং এর নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ডোজ গ্রহণ করে পোর্টাল হতে ভ্যাকসিন সনদ সংগ্রহ করা যাবে।
Android Play Store বা Apple App Store হতে মোবাইল অ্যাপ ডাউনলোড করে এই পোর্টালের সকল কার্যক্রম সম্পন্ন করা যাবে।