প্ল্যাটফর্ম নিউজ
রবিবার, ২৬ শে এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ
সম্প্রতি যুক্তরাজ্যে পরীক্ষামূলক ভাবে করোনা ভ্যাক্সিন নিজ দেহে প্রয়োগের জন্য গণমাধ্যমে সুপরিচিতি লাভ করেন ডা. এলিসা গ্রানাটো। ভ্যাক্সিন কাজ না করলে নিশ্চিত মৃত্যু হতে পারে জেনেও তাঁর এই সাহসী পদক্ষেপ এর ভূয়সী প্রশংসা করেন অনেকেই। তবে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় তাঁর মৃত্যু সংবাদ নিয়ে গুজব ছড়ানো হয়। এসব গুজবকে নাকচ করে দিয়ে অবশেষে টুইটারে এক বার্তার মাধ্যমে নিজের সুস্থতার কথা জানান ডা. এলিসা গ্রানাটো। তিনি লিখেন- “আজ সকালে ঘুম থেকে উঠেই নিজের মৃত্যু্র মিথ্যা সংবাদ পাই।” সকলকে আশ্বস্ত করে তিনি বলেন- “আমি সুস্থ আছি। অনুগ্রহ পূর্বক এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার করবেন না। এ ধরনের গুজব সৃষ্টিকারীদের প্রতি মনোযোগ না দিয়ে বরং বিড়াল পোষা ভালো। ”
নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী