X

সুস্থ হয়ে প্লাজমা দান করলেন প্রথম আলোর সাংবাদিক শওকত হোসেন

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ মে ২০২০, মঙ্গলবার

গত ২০ এপ্রিল (সোমবার) প্রথম আলোর বিশেষ বার্তা সম্পাদক শওকত হোসেন (মাসুম) করোনা ভাইরাস পজিটিভ সনাক্ত হলে তিনি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন।

উনার শরীরের অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা প্রদান এবং চিকিৎসক, নার্সের সার্বক্ষণিক সেবায় সুস্থ হন তিনি।
গত ২ মে (শনিবার) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেন এবং মুগদা জেনারেল হাসপাতালের চিকিৎসক রুবিনা ইয়াসমীনের নেতৃত্বে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা হাততালির মাধ্যমে তাকে বিদায় জানান।

সুস্থ হয়ে নির্দিষ্ট সময়ের পর স্বেচ্ছায় প্লাজমা দান করেন শওকত হোসেন(মাসুম) ইতিমধ্যেই তার দেয়া প্লাজমায় দুইজন করোনা আক্রান্ত সেবা পেয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম আলোর বিশেষ বার্তা সম্পাদকের এই মহতী দান কে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন ব্যক্তিবর্গ।

শওকত হোসেনের মতো যুদ্ধ জয়ী মানুষদের সাহসিকতাই করোনা যুদ্ধে জয়ী করবে বাংলাদেশকে।

নিজস্ব প্রতিবেদক
সিলভিয়া মীম

Fahmida Hoque Miti:
Related Post