আজ মানববন্ধনে বিএমএ মহাসচিব ডা: ইহতেশামুল হক চৌধুরী স্পষ্ট ভাষায় সেন্ট্রালে কর্মরত ও চেম্বার করা সকল চিকিৎসকদের উদ্দেশ্যে বলেছেন,
“আপনারা যারা সেন্ট্রাল হাসপাতালে কাজ করেন,চেম্বার করেন তারা চিকিৎসক সমাজের সাথে বেঈমানী করা প্রতিষ্ঠান সেন্ট্রাল হাসপাতাল বয়কট করুন।আর যদি এরপরও আপনারা সেখানে কাজ করেন,চেম্বার করেন নিজ দায়িত্বে করবেন।আপনাদের নামের তালিকা করা থাকবে।বিএমএ কখনোই আপনাদের পাশে থাকবেনা।আপনাদের কোন দায়দায়িত্ব কখনো বিএমএ নিবে না।”
আর চিকিৎসক সমাজের উদ্দেশ্যে বলতে চাই,বিএমএ আপনাদের রাস্তায় নামিয়ে সরে যাবে না,বেঈমানী করবেনা,বিশ্বাসঘাতকতা করবেনা।এই বিএমএ চিকিৎসকবান্ধব বিএমএ।চিকিৎসকদের জন্যই কাজ করবে এবং চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিৎ করা পর্যন্ত এ আন্দোলন চলবে।”
তথ্য ও ছবি ঃ ডাঃ মেহেদী হাসান বিপ্লব,শেবাচিম ৩৫
সদস্য,কেন্দ্রীয় কাউন্সিল,বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন।