সেন্ট্রাল হাসপাতালে সংঘটিত ঘটনা উল্লেখসহ সাম্প্রতিককালে সারাদেশে চিকিৎসক নির্যাতনের প্রেক্ষিতে চিকিৎসক ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়ে মহামান্য আদালতে বিএমএ’র পক্ষে আজ ০৪/০৬/১৭ তারিখ একটি রিট করা হয়েছে।
উল্লেখ্য, সেন্ট্রাল হাসপাতালে সংঘটিত চিকিৎসক নির্যাতন ও ভাঙচুরের ভিডিও ফুটেজ এবং প্রক্টরের উস্কানীমূলক প্রেস রিলিজের পেপার কাটিং মামলার ডকুমেন্ট হিসাবে আমলে নেওয়ার জন্য আদালতে পেশ করা হয়েছে।
তথ্য ঃ ডাঃ আতিকুজ্জামান ফিলিপ
Great! For giving incorrect information, filing lawsuit against media is also a necessity now. BMA must have legal wing.
বিদেশী ডিগ্রীগুলোর কথা কিছু বলবেন কি?
রিট করা হয়েছে। ধন্যবাদ কিন্তু সেন্ট্রালের ঘটনায় কেন ফোজদারি মামলা হইল না?
মনটা ভালো লাগলো
ভালো কথা। কিনতু সেন্ট্রাল এর ঘটনায় ফৌজদারী মামলা কেন হলো না? সবাই ম্যানেজ মহাম্মাদ।
Good step.