প্ল্যাটফর্ম নিউজ, ৩১ জুলাই, ২০২০, শুক্রবার
Obesity বা স্থূলতা বাড়িয়ে তুলছে করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যুর ঝুঁকি।
শরীরের বাড়তি ওজনের কারণে মানুষকে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হরমোন জনিত সমস্যা। এছাড়াও বেড়ে যাচ্ছে করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যুর আশঙ্কা।
ইংল্যান্ডের জনস্বাস্থ্য পর্যালোচনা করে দেখা গেছে- ৭৩% স্থূলকায় মানুষের হাসপাতাল ও নিবিড় পরিচর্যার প্রয়োজন হচ্ছে। ব্রিটেনের জুনিয়র হেলথ মিনিস্টার এই বিষয়ে দেশবাসীকে সতর্ক করে বলেছেন,
“প্রাণ বাঁচাতে দৈনিক খাবারের পরিমাণ কাটছাঁট করুন।”
SARS COV-2 একটি শ্বাসতন্ত্র জনিত রোগ, যার রিসেপটর হল ACE-2। শরীরের বিভিন্ন স্থানে এই ACE-2 রিসেপটর রয়েছে, এমনকি Adipose tissue অর্থাৎ মেদ কলাতেও এর উপস্থিতি লক্ষ্য করা যায়। ৩০ কিংবা এর অধিক BMI (body mass index) হলে, করোনা ভাইরাস শরীরে প্রবেশের সাথে সাথে adipose tissue তে আটকে যায়। ফলে প্রদাহ জনিত সমস্যার সৃষ্টি হয়। এসব রোগীর সুস্থতার হার কম এবং মৃত্যুর আশঙ্কা বেশি।
তাই, স্থূলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যা প্রতিরোধ করতে করণীয়ঃ
- পরিমিত আহারের অভ্যাস করা,
- নিয়মিত শরীর চর্চা করা, যা আমাদের পেশী ভর বৃদ্ধি করে প্রদাহ জনিত ঝুঁকি কমিয়ে আনতে সাহায্য করবে।
নিজস্ব প্রতিবেদক/ মুসরাত মুনতাহা শামসী