যুক্তরাষ্ট্র-আমাদের অনেকের কাছেই একটি স্বপ্নের দেশ।আর চিকিৎসক দের জন্য এই স্বপ্নের দেশে প্র্যাকটিস করার সোনার চাবি টির নাম হল USMLE ।কিন্তু USMLE নিয়ে আমাদের অনেকের ই হয়ত অনেক কিছু অজানা।তাই প্ল্যাটফর্মের বেশ কয়েকটি USMLE বিষয়ক লেখার লিস্ট করার একটি ক্ষুদ্র প্রচেষ্টা এই লেখাটি।
USMLE কি?এর স্টেপ কি কি আছে?রেসিডেন্সী এবং স্টেপ গুলা সম্পর্কে বিস্তারিত আছে এই লেখা টি তে।USMLE এর জন্য যেমন অধ্যবসায় দরকার সেই সাথে আর্থিক সংগতিও জরুরি।প্রতিটি পরীক্ষায় খরচ হয় প্রায় সাতশ- দেড় হাজার ডলার।এইসব ব্যাপারে আরো একটু বিস্তারিত আছে লিংকটি তে।
USMLE সম্পর্কে আরো বেশ কিছু তথ্য পাবেন এখানে।
3. https://www.platform-med.org/usmle-step-1-এর-জন্য-আপনাকে-কি-কি-পড়তে/
USMLE স্টেপ-1 এর জন্য আপনি কিভাবে পড়বেন , কি কি বই বা লেকচার লাগবে তার বিস্তারিত তথ্য আছে লিংক টি তে।
4. https://www.platform-med.org/যুক্তরাষ্ট্রে-চিকিৎসক-হি/
বাংলাদেশি চিকিৎসক দের জন্য USMLE এর বাস্তবতা নিয়ে আলোচনা হয়েছে এই লেখাটি তে।সাথে সাথে কোচিং এবং আরো কিছু খরচ সম্পর্কেও বলা আছে এখানে।
5. https://www.platform-med.org/ডাক্তারদের-পড়ালেখা-প্রে/
ডাক্তারদের জন্য যুক্তরাজ্য এর পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা,রেসিডেন্সী সম্পর্কে জানতে পারবেন এই লিংক টিতে।
6.
ইউএসএমএলই নিয়ে বিস্তারিত লেখা পাবেন এই লিংক এ।
প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
Mosarrat Rahman Mou
Intern Doctor
Ad-Din Medical College Hospital