স্বাধীনতা পদক প্রাপ্ত সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক
অধ্যাপক ডা. টি এ চৌধুরী স্যারকে সংবর্ধনা
আজ ০৪ মে ২০১৭ইং তারিখ, বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে মহান স্বাধীনতা পদক প্রাপ্তি উপলক্ষে সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক ডা. টি এ চৌধুরী স্যারকে সংবর্ধনা দেয়া হয়।
অবস্টেট্রিক্যাল এন্ড গাইনীকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ (ওএসবি)-এর উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান।
অত্যন্ত প্রাণবন্ত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
উল্লেখ্য, ডাঃ তৌহিদুল আনোয়ার চৌধুরী (জন্ম: ১০ অক্টোবর, ১৯৩৭) হলেন একজন বাংলাদেশী চিকিৎসক, যিনি ডাঃ টিএ চৌধুরী নামে অধিক পরিচিত।
তিনি ইন্সটিটিউট অব পোস্ট গ্রাজুয়েট মেডিসিন এ্যান্ড রিসার্চ এর পরিচালক ছিলেন। ২০১৭সালে চৌধুরী চিকিৎসা শাস্ত্রের গাইনোকোলজী এবং অবসটেট্রিক্সের অন্যান্য অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারে ভুষিত হন।
ক্যাপশন: প্রশান্ত। ছবি: সোহেল।
Sir u r the best.we all r proud of u.salute sir.u deserved it…
Sir ke janai binomro sroddhanjoli ar onek shubhokamona!
we may not remember everything you said but we will remember how special you made us feel.
A good teacher can change everything & you are an example
I would thank you from the bottom of my heart but for you my heart has no bottom.
Congratulations