প্ল্যাটফর্ম নিউজ, ২৯ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা দিবস পুরস্কার ২০২০ প্রদান করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘স্বাধীনতা পুরস্কার ২০২০’। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হন।
এবছর চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদির।
অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী মুক্তিযুদ্ধ চলাকালীন সুনামগঞ্জের ভাটিপাড়া ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদান করার পাশাপাশি শহীদ মুক্তিযোদ্ধাদের জানাজা ও সমাধির ব্যবস্থা করেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ইন্টার্নি চিকিৎসক হিসেবে দ্বায়িত্বরত অবস্থায় বঙ্গবন্ধু পরিবারের আহত সদস্যদের জরুরী চিকিৎসা সেবা প্রদান করেন। বৃক্ষমানব খ্যাত জটিল রোগের চিকিৎসা করে তিনি বিশ্বখ্যাতি অর্জন করেছেন।
বর্তমানে তিনি এম এইচ সমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদির ১৯৭৬ সাল থেকে নিজ এলাকায় বিনামূল্যে দরিদ্র চক্ষু-রোগীদের ছানি অপারেশনসহ নানা চক্ষুসেবা প্রদান করে আসছেন। ২০০৪ সালের ২৬ মার্চ সম্পূর্ণ নিজ উদ্যোগ ও অর্থে তিনি জন্মস্থান বোকাইনগরের নয়াপাড়ায় গরীব চক্ষু-রোগীদের জন্য অত্যাধুনিক একটি চক্ষু হাসপাতাল নির্মাণ করেন। উক্ত হাসপাতালে বিনামূল্যে অদ্যাবধি প্রায় সোয়া-লক্ষাধিক দরিদ্র রোগীর ছানি অপারেশনসহ বিভিন্ন অপারেশন সম্পন্ন হয়েছে।
তিনি ঢাকা মেডিকেল কলেজের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।