সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
এই মুহূর্তে যারা এ খবরটি পড়ছেন তাদের সবার কাছেই সবচেয়ে পরিচিত একটি সার্চ ইঞ্জিনের নাম গুগল। বিশ্বের ইন্টারনেট ব্যাবহারকরি অধিকাংশ মানুষের দৈনন্দিন পছন্দ ও প্রয়োজনীয় তথ্য সন্ধানের সহজ ও নির্ভর যোগ্য সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে আসছে গুগল।
গুগল হোমপেইজের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন ঐতিহাসিক মুহূর্ত ও ব্যক্তিত্ব কে ডুডলের মাধ্যমে স্বরণ করা, সম্মান জানানো কিংবা দৃষ্টি আকর্ষণ করা।
বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারির কারণে থমকে গেছে অর্থনীতি, উৎপাদন, পরিবহন ও পর্যটন। ঘরবন্দী মানুষ, দেশে দেশে চলছে লকডাউন ও কারফিউ। কিন্তু সব যখন বন্ধ, ভয়ে তটস্থ যখন গোটা পৃথিবী তখন নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার ভুলে, খেয়ে না খেয়ে, ঘুম বিনোদন বিসর্জন দিয়ে কাজ করে যাচ্ছেন চিকিৎসা কর্মীরা। আর এই সম্মুখ যোদ্ধাদের সম্মান প্রদর্শন ও উৎসাহিত করার লক্ষ্যে আজ ১৩ এপ্রিল গুগল তাদের ডুডলকে সাজিয়েছে ভিন্ন রুপে।
ডুডলটিতে দেখা যায় স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে একটি উড়ন্ত ভালোবাসা পাঠাচ্ছে গুগল। এর মাধ্যমে চিকিৎসাকর্মীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে “ধন্যবাদ” (Thank You)
ডুডলটির উপর মাউস ঘুড়িয়ে নিলে ভেসে উঠছে একটি বার্তা “To all doctors, nurses and medical workers; thank you”। যার বাংলা অর্থ দাঁড়ায় “সকল ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ।”
ডুডলটি দেখতে হলে ক্লিক করুনঃ https://g.co/doodle/kxhzq
এ বিষয়ে গুগল কর্তৃপক্ষ জানায়
“বিশ্বে কোভিড-১৯ এর ক্রমাগত আক্রমন রুখে দিতে যে পরিমাণ মানুষ একে অন্যের সাহায্যে এগিয়ে আসছে তা অভূতপূর্ব। তাই আমরা একটি ডুডল সিরিজ প্রোগ্রাম শুরু করেছি যার মাধ্যমে আমরা এই সম্মুখ যোদ্ধাদের পর্যায়ক্রমে শ্রদ্ধা ও স্বীকৃতি জানাতে চাই।”
ডাক্তার, শিক্ষক, গবেষক, সমাজসেবী এবং যারা জরুরি কাজ ও সরবরাহ নিশ্চিতের মাধ্যমে লড়াই করে চলেছেন কোভিড-১৯ এর বিরুদ্ধে, তাদের উৎসাহ ও সম্মান প্রদর্শনই এই প্রোগ্রামটির মূল লক্ষ্য।
নিজস্ব প্রতিবেদক/ মোঃ নাফিউল ইসলাম টিপু