সোমবার, ১৭ ফেব্রুয়ারি,২০২৫
আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (এএমএ) এক প্রতিবেদন অনুযায়ী, কর্মক্ষেত্র ও স্বাস্থ্য সেবা প্রদানে চিকিৎসকদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে উৎসাহ ও আগ্রহ ক্রমবর্ধমান হারে বাড়ছে। হেলথকেয়ার ইনফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমস সোসাইটির সাথে যৌথভাবে প্রকাশিত মেডস্কেপের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই) অ্যাডপশন ইন হেলথকেয়ার রিপোর্ট 2024-এর বরাতে এক গবেষণা প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অটোমেশনের মাধ্যমে প্রশাসনিক কাজের বোঝা কমানোর বিষয়টিকে বড় সুযোগ হিসেবে দেখছেন চিকিৎসকেরা। কর্মক্ষেত্রে ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকারী চিকিৎসকেরা বলছেন – “রোগীর নোট তৈরি, মিটিংয়ের প্রতিলিপি তৈরির পাশাপাশি প্রতিনিয়ত রোগীর সাথে যোগাযোগ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা অগ্রণী ভূমিকা পালন করছে।”
এ গবেষণায় আরও দেখা গেছে যে ৩৫ শতাংশ চিকিৎসক স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বেশ উৎসাহী ছিলেন। তবে ২৫ শতাংশ চিকিৎসক উদ্বিগ্ন ছিলেন। তবে পূর্বের প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে ৩০শতাংশ চিকিৎসক স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে উৎসাহী ছিলেন এবং ২৯শতাংশ চিকিৎসক উদ্বিগ্ন ছিলেন।
আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের এর অন্যান্য গবেষণার ফলাফলে ভবিষ্যতে চিকিৎসায়সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারেট প্রসঙ্গে আরো কিছু তথ্য উঠে এসেছে।
৬৮ শতাংশ চিকিৎসকের ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তারা যে সুবিধা পাচ্ছেন তা এক বছর আগের ৬৩শতাংশ থেকে বেশি। অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন বৈশিষ্ট্যে ব্যাপক পরিবর্তন আসছে।
৬৬শতাংশ চিকিৎসক বলেছেন, তাদের কর্মক্ষেত্রে ইতিমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার চলমান আছে। পূর্ববর্তী বছরের প্রতিবেদনে যার পরিমাণ ছিল মাত্র ৩৮শতাংশ। অর্থাৎ, সময়ের সাথে বেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার।
একই প্রতিবেদনে ৬৮%শতাংশ চিকিৎসক চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে একটি নির্দিষ্ট অথবা অন্তত কিছু সুবিধার কথা উল্লেখ করেছেন।
প্ল্যাটফর্ম প্রতিবেদক – মোঃ রাহাত হাছান