মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত পরিচালক এর অপসারণ দাবিতে আন্দোলন করছে ড্যাব সমর্থিত চিকিৎসকেরা। তাদের প্রতিবাদের মুখে এখনো কার্যালয়ে প্রবেশ করতে পারেননি স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত পরিচালক।
গত ২০ অক্টোবর সকাল থেকে বিকেল পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে ড্যাব। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য নিয়োগপ্রাপ্ত পরিচালকসহ লাইন ডিরেক্টরদের অপসারণের দাবি জানায় তারা।
গতকাল দিনব্যাপী আন্দোলনের কারণে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীই কর্মস্থলে আসতে পারেননি। ফলে অধিদপ্তরে তৈরি একধরণের হয়েছে অচলাবস্থা।
এরমাঝে গতকাল (২১ অক্টোবর) দুপুর দুইটার দিকে স্বাস্থ্য অধিদফতরে আসেন ডা. এবিএম আবু হানিফ। তবে আন্দোলনের মুখে কার্যালয় ঢুকতে পারেননি তিনি।
তবে এসকল অভিযোগ অস্বীকার করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ।
প্ল্যাটফর্ম প্রতিবেদক