মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠান ও হাসপাতালে ‘পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ’ পালনের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ২২-২৭ ফেব্রুয়ারী চলবে এ পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানান হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২২-২৭ ফেব্রুয়ারী ২০২৫ “পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ” পালনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। সে উপলক্ষ্যে সপ্তাহব্যাপী স্বাস্থ্য অধিদপ্তর ও আওতাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠান/হাসপাতাল সমূহে সর্বাত্মক পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহন করার জন্য অনুরোধ করা হলো।
এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।
প্ল্যাটফর্ম প্রতিবেদক- অমর্ত্য সেন দীপ