বিভিন্ন সমস্যার মধ্যে, স্বাস্থ্য খাতে বাংলাদেশের সাফল্য আমাদের জন্য একটি অর্জন। স্বাস্থ্য খাতে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ড. মার্গারেট চ্যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের সভা উদ্বোধনের পর সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ড. চ্যান এ কথা বলেন। ঢাকায় সফররত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, এ অঞ্চলের অন্যান্য দেশ এ খাতে বাংলাদেশকে অনুসরণ করতে পারে।
ঢাকায় ডব্লিউএইচওর সভা আয়োজনে সব ধরনের সহযোগিতা দেওয়ায় ড. চ্যান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশের সফলতার প্রশংসা করে তিনি বলেন, এ অঞ্চলের জনগণ স্বাস্থ্য খাতে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অবদানকে স্মরণে রাখবে।
তিনি বলেন, এ অঞ্চলের সব দেশ স্বাস্থ্য খাতে বাংলাদেশকে অনুসরণ করতে পারে।
ড. চ্যান ইবোলা ভাইরাসের বিষয়ে সতর্ক থাকতে এবং এ ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিমূলক পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানান।