মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে আওতাধীন সকল প্রতিষ্ঠানের তথ্য চেয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য চাওয়া হয়।
চিঠিতে উল্লেখিত বিষয় ছিল – “স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সংশ্লিষ্ট সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানের তথ্য প্রেরণ প্রসঙ্গে।”
চিঠিতে বলা হয়েছে, “উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জনগণের দোরগোড়ায় নিবিড়ভাবে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়াসহ বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নকল্পে চিকিৎসক নিয়োগের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় স্বাস্থ্য ক্যাডারের পদ সৃজনের প্রস্তাব পর্যালোচনার নিমিত্ত বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রশাসনিক ভাবে অনুমোদিত শয্যা সংখ্যার হালনাগাদ তথ্য প্রয়োজন।
এমতাবস্থায়, জরুরী ভিত্তিতে আগামী ০১ (এক) কর্ম দিবসের মধ্যে নিম্নোক্ত ছক মোতাবেক বিদ্যমান বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের (১০শয্যা, ২০ শয্যা ট্রমা, ৩১ শয্যা, ৫০ শয্যা, ১০০ শয্যা উপজেলা, ১০০ শয্যা জেলা, ২৫০ শয্যা জেলা) তথ্য ইমেইল ([email protected]) মারফত প্রেরনের জন্য আপনাকে নির্দেশনা দেয়া যাচ্ছে। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।”
চিঠিটি সকল সিভিল সার্জন বরাবর প্রেরণ করা হয়েছে।
চিঠিটি দেখতে ক্লিক করুন – 2025-02-16-16-01-98dd13372cd1b1dcc690f088744e3976
প্ল্যাটফর্ম/