বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে জাতীয় অধ্যাপক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. এ কে আজাদ খানকে।
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সংস্কার, নারী অধিকার, শ্রমিক অধিকার ও গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত জানান অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সৈয়দা রিজওয়ানা হাসান আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এই চার কমিশনের সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা জানিয়ে দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
এর আগে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে মোট ১০টি সংস্কার কমিশন গঠন হয়েছে।
প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী