সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
স্যাকমো(ম্যাটস), ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্টদের শূণ্য পদের তথ্য চেয়ে অধীনস্থ সকল প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল (০৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসনের স্বাক্ষরিত এ চিঠি প্রেরণ করা হয়।
‘শূন্য পদের তথ্যাদি প্রেরন প্রসঙ্গে’ বিষয় সম্বলিত চিঠিতে বলা হয়েছে, উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাইতেছে যে, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিষ্ট এবং মেডিকেল টেকনোলজিষ্ট (সকল প্রকার) এর পদগুলি দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে। ফলে প্রান্তিক পর্যায়ে জনসাধারণ চিকিৎসা সেবা হতে বঞ্চিত হচ্ছে। এ লক্ষে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিষ্ট এবং মেডিকেল টেকনোলজিষ্ট (সকল প্রকার) শূন্য পদে জনবল নিয়োগের জন্য আপনার নিয়ন্ত্রণাধীন সকল প্রতিষ্ঠানের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিষ্ট এবং মেডিকেল টেকনোলজিষ্ট (সকল প্রকার) এর শূন্য পদের তথ্যাদি নিম্ন বর্ণিত “ছক” মোতাবেক আগামীকাল (১০/০২/২০২৫ তারিখ) সোমবার, দুপুর ২.০০ ঘটিকার মধ্যে ই-মেইল ([email protected]) প্রেরনের জন্য অনুরোধ করা হইল।
চিঠিতে বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ করা হয়েছে!
প্ল্যাটফর্ম/