স্যাকমোদের (ম্যাটস) শূণ্য পদের তথ্য চেয়ে অধীনস্থ সকল প্রতিষ্ঠানকে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি

সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

স্যাকমো(ম্যাটস), ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্টদের শূণ্য পদের তথ্য চেয়ে অধীনস্থ সকল প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল (০৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসনের স্বাক্ষরিত এ চিঠি প্রেরণ করা হয়।

 

‘শূন্য পদের তথ্যাদি প্রেরন প্রসঙ্গে’ বিষয় সম্বলিত চিঠিতে বলা হয়েছে, উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাইতেছে যে, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিষ্ট এবং মেডিকেল টেকনোলজিষ্ট (সকল প্রকার) এর পদগুলি দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে। ফলে প্রান্তিক পর্যায়ে জনসাধারণ চিকিৎসা সেবা হতে বঞ্চিত হচ্ছে। এ লক্ষে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিষ্ট এবং মেডিকেল টেকনোলজিষ্ট (সকল প্রকার) শূন্য পদে জনবল নিয়োগের জন্য আপনার নিয়ন্ত্রণাধীন সকল প্রতিষ্ঠানের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিষ্ট এবং মেডিকেল টেকনোলজিষ্ট (সকল প্রকার) এর শূন্য পদের তথ্যাদি নিম্ন বর্ণিত “ছক” মোতাবেক আগামীকাল (১০/০২/২০২৫ তারিখ) সোমবার, দুপুর ২.০০ ঘটিকার মধ্যে ই-মেইল ([email protected]) প্রেরনের জন্য অনুরোধ করা হইল।

চিঠিতে বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ করা হয়েছে!

প্ল্যাটফর্ম/

 

প্ল্যাটফর্ম কনট্রিবিউটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

ম্যাটস শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত স্বাস্থ্য মন্ত্রণালয়

Mon Feb 10 , 2025
সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ চার দফা দাবিতে আন্দোলনরত ম্যাটস শিক্ষার্থীদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের। এসময় সকল দাবি-দাওয়া মেনে ও প্রয়োজনীয় সময়সাপেক্ষে বাস্তবায়নের লক্ষ্যে ‘নোটস অব ডিসকাসন’ এ স্বাক্ষর করেছে উভয়পক্ষ। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। শাহাদাত […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo