প্ল্যাটফর্ম নিউজ,
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
করোনায় আক্রান্তদের চিকিৎসায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (ICCB) এখন চলছে দেশের বৃহত্তম অস্থায়ী হাসপাতাল নির্মাণের শেষ পর্যায়ের কাজ। দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় অস্থায়ীভাবে নির্মিত দেশের বৃহত্তম এই হাসপাতালটি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তরের জন্য প্রায় প্রস্তুত।
শেষ পর্যায়ে এখন চলছে আসবাবপত্র, বেড ও চিকিৎসার যাবতীয় সরঞ্জামাদি লে-আউট করে জায়গামতো বসানোর কাজ। আইসোলেশন ইউনিটের জন্য সুসজ্জিত অনেকগুলো বেডের ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালটিতে সবমিলিয়ে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ টি বেড স্থাপন করা হয়েছে।
জানা যায়, করোনা মহামারীর এই বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত, সরকারের যতদিন ব্যবহারের প্রয়োজন পড়বে ততদিন এই হাসপাতালটি ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।
আরো জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি দিন নির্ধারণ করে দিলে ওই নির্ধারিত দিনেই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (ICCB) নির্মিত অস্থায়ী এই হাসপাতালটি হস্তান্তর করে দেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়