প্ল্যাটফর্ম নিউজ, ৩০শে নভেম্বর ২০২১, মঙ্গলবার
“অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ” উপলক্ষে সারাদেশব্যাপী “প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির” বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে প্ল্যাটফর্ম রংপুর জোনের আয়োজনে, হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুর এর সহযোগীতায় গত ২৮ নভেম্বর অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা নিয়ে একটি সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন রংপুর মেডিক্যাল কলেজ এর মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শাহ মোঃ সরওয়ার জাহান। উক্ত সায়েন্টিফিক সেমিনারের প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিক্যাল কলেজ এর ভাইস প্রিন্সিপাল ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মাহফুজার রহমান, সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ রনি ( মাইক্রোবায়োলজি বিভাগ, রংপুর মেডিক্যাল কলেজ,রংপুর)। আলোচক হিসেবে ছিলেন সহযোগী অধ্যাপক ডা.মোঃ মোস্তাকিমুর রহমান রূপম (বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি বিভাগ, রংপুর মেডিক্যাল কলেজ, রংপুর), অধ্যাপক ডা.বিউটি সাহা (অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফার্মাকোলজি বিভাগ, রংপুর মেডিক্যাল কলেজ, রংপুর), বিশেষ অতিথি ছিলেন ডা.আয়েশা নাসরিন সুরভী, সহযোগী অধ্যাপক (সার্জারী, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, রংপুর), হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুর এর কনসালট্যান্ট বৃন্দ ডা. মো:রুহুল আমিন, ডা. প্রবাল সুত্রধর,ডা. সুশান্ত বর্মন ডা.মো:মোস্তফা আলম বনি, ডা. নিলুফা ইয়াসমিন ডা. তৌহিদুল ইসলাম , ডা.মো:জয়নুল আবেদীন জুয়েল সহ অন্যান্য স্যার ম্যাডামরা।
অনুষ্ঠানের প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করেন হাফেজ আজরোফ আব্দুল্লাহ ৪৮ তম ব্যাচ রমেক। এরপর ফুল দিয়ে অনুষ্ঠানের অতিথিবৃন্দদের স্বাগত জানানো হয়। গণস্বাক্ষর নামক একটি ইভেন্টে সম্মানিত অতিথিগণের সকলেই অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই প্ল্যাটফর্ম সম্পর্কে এবং অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস উইক ক্যাম্পেইন নিয়ে মো:হাসিন মেসবাহ বিন সিদ্দিকীর প্রাঞ্জল প্রতিবেদন ও উপস্থাপনা সকলের নজর কাড়ে। একই সাথে সুকন্ঠে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্ল্যাটফর্ম রংপুর জোনের সাংগঠনিক সম্পাদক রেশমান আব্দুল বাতেন।
উক্ত সেমিনারে হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টারের কার্যবিবরণী নিয়ে বিশেষ ও নাতিদীর্ঘ প্রতিবেদন আলোকপাত করেন উক্ত প্রতিষ্ঠানের সিইও মোঃ আনোয়ার হোসাইন। মাত্র ৫০ টাকায় রেজিষ্ট্রেশন করে ২৭০০০ (সাতাশ হাজার) মানুষ সুষ্ঠুভাবে কিভাবে এই রিসার্চ সেন্টার থেকে প্রতিনিয়ত চিকিৎসা সেবা নিচ্ছে সেটার সংক্ষিপ্ত বর্ণনা দেন। এরপরেই প্রধান বক্তা সহকারী অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ রনি অ্যান্টিমাইক্রোবিয়ালের ব্যবহার, কার্যবিধি, রেজিস্ট্যান্স ও সচেতনতা নিয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। উক্ত উপস্থাপনার উপর ভিত্তি করে একটি প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত শিক্ষার্থী ও প্ল্যাটফর্মিয়ানদের অংশগ্রহণে বেশ কিছু প্রশ্নোত্তরে সায়েন্টিফিক সেমিনারের মূল বার্তা উপস্থাপিত হয়।উক্ত সেমিনারের আলোচক অতিথিদের মধ্যে অধ্যাপক ডা. বিউটি সাহা (বিভাগীয় প্রধান, ফার্মাকোলজি বিভাগ রমেক) তার বক্তব্যে রেজিস্ট্যান্সের ভয়বহতা তুলে ধরেন, নির্মুলে চিকিৎসক ও জনগনের সম্পৃক্ততা কামনা করেন।
সহযোগী অধ্যাপক ডা. মোস্তাকিমুর রহমান রুপম (বিভাগীয় প্রধান মাইক্রোবায়োলজি বিভাগ রমেক) তার বক্তব্যে বলেন, “জনগনের মাঝে রেজিস্ট্যান্স ক্ষমতা কমে আসলে কর্মক্ষমতা, সময় ও অর্থনীতির যে ক্ষতি হচ্ছে বা সামনে আরোও হবে এতে সামগ্রিকভাবে দেশের ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়ার আশংকা প্রকাশ করেন। পশুখাদ্যে এন্টিবায়োটিকের ব্যবহার ও ক্ষতিকর দিক তুলে ধরেন।”
সহযোগী অধ্যাপক ডা. আয়েশা নাসরিন সুরভী (সার্জারী বিভাগ রকমেক) দেশের সকল জনগণকে তিনটি ভাগে ভাগ করেন। সচেতনতা তৈরীতে ‘নীতি নির্ধারকদের’ গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানের সমাপনী বক্তব্য উপস্থাপন করেন সেমিনারের সভাপতি ও প্ল্যাটফর্ম রংপুর জোনের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ডা. শাহ মোঃ সরওয়ার জাহান।
“তিনি প্ল্যাটফর্মে অতীত বর্তমান চলমান সকল ক্যাম্পেইন এবং রংপুর জোনের কার্যক্রম, সাইন্টিফিক সেমিনার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।একই সাথে হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টারের কার্যক্রম সম্পর্কে সকলকে সাবলীলভাবে অবহিত করেন। প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য সমাপ্ত ঘোষনা করেন।”
নিজস্ব প্রতিবেদক
মো:আব্দুল্লাহ আল মামুন