বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ২২৮ আন্দোলনকারীর চিকিৎসা ব্যয় অনুমোদন করে বিজ্ঞপ্তি দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। ১৯ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মোঃ মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষযে জানান হয়।
‘জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা খরচ অনুমোদন প্রসঙ্গে’ বিষয় সম্বলিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে –
উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাইতেছে যে, জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা খরচ অনুমোদনের নিমিত্তে প্রাপ্ত আবেদনগুলি ডাক বিভাগ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য (সকল) এর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) গন অতিদ্রুত আবেদনপত্রপুলি সিভিল সার্জন অফিসে প্রেরণ করবেন এবং সিভিল সার্জনগণকে যাচাই-বাছাই পূর্বক বর্ণিত ছক মোতাবেক প্রতিবেদনসহ আবেদনগুলো দলনেতা (যুগ্ম সচিব, গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর অফিস বিল্ডিং, ২য় তলা, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড, ১ মিন্টু রোড, শাহবাগ, ঢাকা-১০০০, মোবাইল নং- ০১৭২৬৭০২১৭২ ঠিকানায় ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে বাহক মারফত প্রেরণ করার নিমিত্তে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে বিষয়টি অতীব পুরুত্বপূর্ণ। মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে এই পত্র জারী করা হলো – বলেও উল্লেখ করা হয়েছে।
এর আগে আন্দোলনে আহতদের বেসরকারি হাসপাতালের বিল জমার আহ্বান শিরোনামে প্ল্যাটফর্ম সংবাদ প্রকাশিত হয়েছিল।
প্ল্যাটফর্ম/এমইউএএস