প্ল্যাটফর্ম নিউজ, ১ জুন ২০২০, সোমবার
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সর্বশেষ তথ্য অনুযায়ী তাঁর করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে রিপোর্টে করোনা পজিটিভ আসে।
আজ সোমবার সকালে শারীরিকভাবে মোহাম্মদ নাসিম খারাপ বোধ করায় তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার এক্সরে করা হলে সেখানে নিউমোনিয়ার সংক্রমণ পাওয়া যায় বলে ওই হাসপাতালের একটি সূত্র জানিয়েছে। এবং সর্বশেষ ল্যাব রিপোর্টে করোনা পজিটিভ আসে।
অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন। বিশেষজ্ঞদের পরামর্শে সেখানে তার চিকিৎসা চলছে।