২৫ মার্চ, ২০২০
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফেরার পথে পুলিশের হাতে নিগৃহীত হয়েছেন ডাক্তার সুপ্রভ আহমেদ।
ডাক্তার সুপ্রভ আহমেদ ৩৯তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পাংশা,রাজবাড়িতে কর্মরত আছেন।
তিনি জানান, আজ দুপুর ২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডিউটি শেষে ফেরার পথে পাংশা মডেল থানার ওসি আহসান উল্লাহ তাঁকে বহন করা ভ্যানের গতিরোধ করেন। ডাক্তার পরিচয় দেওয়ার পরও তাকে বিভিন্ন ধরনের অশালীন কথা বলেন এবং লাঠি দিয়ে দুই পায়ে আঘাত করেন। এ পর্যায়ে পুনরায় নিজের পরিচয় দেন এবং জানান যে তিনি জরুরি বিভাগের ডিউটি সেরে ফিরছেন। তখন ওসি আহসান ক্ষেপে যান এবং বলেন, “আপনি ডাক্তার হয়েছেন তো কি হয়েছেন? যান এখান থেকে ।”
পরবর্তীতে ইউএইচএফপিও,ইউএনও,সিভিল সার্জনকে জানানো হলে ওসি আহসান উল্লাহ ঘটনাটি অস্বীকার করছেন, জানান সুপ্রভ আহমেদ।
এ ব্যাপারে রাজবাড়ী সার্কেলের এসপির সাথে প্ল্যাটফর্মের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। চিকিৎসক পরিচয় দেয়ার পরও কেন গালি দেওয়া হল, লাঠি দিয়ে আঘাত করা হল; সেই প্রশ্ন রাখা হয়।
একজন প্রথম শ্রেনীর কর্মকর্তার গায়ে হাত দেয়ার জন্য কী শাস্তি হওয়া উচিত তা জানতে চাওয়া হয়।
এসপি জানান, মডেল থানার ওসি আহসান উল্লাহর বিরুদ্ধে এই অভিযোগ তিনি পেয়েছেন এবং অবশ্যই খতিয়ে দেখবেন।
এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও তিনি আশ্বাস দেন।
নিজস্ব প্রতিবেদক
সুবহে জামিল সুবাহ