প্ল্যাটফর্ম নিউজ
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ
করোনা ভাইরাস মহামারীতে সুইডেনের সোফিয়াহেমেট নামক হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন সুইডেনেরই রাজ পরিবারের সদস্য রাণী সোফিয়া। হাসপাতালটিতে একজন অনারারী চেয়ারপার্সন হিসেবেও নাম রয়েছে তাঁর। হাসপাতালে স্বেচ্ছাসেবী কার্যক্রমে যোগ দেয়ার জন্য অনলাইনে প্রশিক্ষণও সম্পন্ন করেন তিনি। তবে জানা গিয়েছে সরাসরি কোনো আক্রান্ত রোগীর সংস্পর্শে আসতে দেয়া হবেনা তাকে। বরং হাসপাতালটিতে কর্মরত স্বাস্থ্যকর্মীদের কাজকে সহজ করতে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত রাখা ও রান্নাঘরে সাহায্য করবেন তিনি। নিজের কর্মক্ষেত্রে প্রথম দিন বাকি স্বেচ্ছাসেবকদের মতই গলায় আইডি কার্ড ঝুলিয়ে নীল সাদা ইউনিফর্ম পরে হাজির হন তিনি।
নিজের ইনস্টাগ্রাম আইডিতে এ নিয়ে তিনি লিখেন- “এমন মহামারীর মত সময়ে স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। ” উল্লেখ্য, রাণী সোফিয়ার মতই স্বেচ্ছাসেবী কার্যক্রমে যোগ দিতে দেশটিতে প্রতি সপ্তাহে প্রায় ৮০ জনের মত অনলাইনে প্রশিক্ষণ নিচ্ছেন বলেও জানা গিয়েছে।
নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী