২য় দিনের মতো শান্তিপূর্ণ আন্দোলনের ধারাবাহিকতায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
০২ সেপ্টেম্বর সকাল ১০ টায় কলেজ ভবনের সামনে সবাই একত্রিত হয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করতে থাকে।
প্রত্যেকের দাবী একটাই – দুই বছর ইন্টার্নশিপ বাতিল করতে হবে এবং এ বিষয়ে অনতিবিলম্বে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। মন্ত্রণালয়ের সাময়িক প্রত্যাহারের ঘোষণা দিয়ে কোনরূপ হঠকারী সিদ্ধান্ত যেন ভবিষ্যতে নেয়ার সুযোগ না তৈরি হয় সে বিষয়ে সবাই জোর দাবী জানায়৷
মিছিলটি কলেজ ভবন থেকে শুরু হয়ে হাসপাতালের বহির্বিভাগের সামনে জড়ো হয়ে বিক্ষোভ জানাতে থাকে। পরে তা সড়ক প্রদক্ষিণ করে পূণরায় কলেজ ভবনে এসে শেষ হয়৷
আজকের আন্দোলনের স্লোগান,
“দুই বছর ইন্টার্নশিপ বাতিল চাই
আপাতত প্রত্যাহার মানি না
চূড়ান্তভাবে বাতিল চাই ”
———-
আব্দুল্লাহ আল যুবাইর
এমবিবিএস, পঞ্চম বর্ষ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
সেশন: ২০১৫-১৬