প্ল্যাটফর্ম নিউজ, ১৯ জুলাই ২০২০, রবিবার
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকে শতক পার হতে সময় লাগে ১ মাস আর শুধু গত ৩০ দিনেই আক্রান্তের সংখ্যা ১ লাখ। প্রসঙ্গত করোনাভাইরাস শনাক্তে বিশ্বের ১৭তম দেশ হিসেবে গত ১৮ জুন এক লাখ পার করে বাংলাদেশ। এর এক মাস পর গত ১৮ জুলাই, শনিবার ১৭তম দেশে হিসেবেই ২ লাখ পার করল বাংলাদেশ। গড়ে এখন প্রতিদিন তিন হাজারের বেশি শনাক্ত হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনা সংক্রমণ শুরু হয় ৮ মার্চ, ২০২০। এরপর ৫০ হাজার ব্যক্তির করোনা শনাক্ত করতে সময় লাগে ৮৭ দিন। আর গত ৪৭ দিনে আরও দেড় লাখের বেশি রোগী শনাক্ত হয়েছেন। প্রথম এক লাখ শনাক্ত করতে লেগেছিল ১০৩ দিন। আর শেষ এক লাখ শনাক্ত হয়েছে ৩১ দিনে। তবে সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে সব দেশে নমুনা পরীক্ষা বাড়লেও কমছে বাংলাদেশে।
গতকাল শনিবার পর্যন্ত দেশে ২ লাখ ২ হাজার ৬৬ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। প্রথম করোনা শনাক্ত হয় ৮ মার্চ। এরপর প্রথম শতক পূর্ণ করতেই লেগে যায় ৩০ দিন। তারপর গতি কছিুটা বাড়তে থাকে। ৩৮ দিনের মাথায় এক হাজার এবং ৫৮ দিনের মাথায় ১০ হাজার পার করে বাংলাদেশ।
তবে প্রথম ১০ হাজার করতে ৫৮ দিন লাগলেও পরের ১০ হাজার শনাক্ত হয় মাত্র ১১ দিনেই।তারপর সময়ে আরও কমে আসে। ৭ দিন, ৬ দিন ও ৫ দিনে ১০ হাজার করে শনাক্ত হতে থাকে। আর এখন মাত্র ৩ দিনেই ১০ হাজার পার হয়ে যাচ্ছে।তবে জনস্বাস্থ্যবিদেরা মনে করছেন, পরীক্ষা বাড়লে আরও কম সময়ে বেশি ব্যক্তির কোভিড-১৯ শনাক্ত করা সম্ভব।
ইতোমধ্যে দেশের ৬৪ জেলাতেই কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর মধ্যে শনাক্তের অর্ধেক ঢাকা শহরে হলেও ধীরে ধীরে ঢাকার বাইরেও শনাক্তের সংখ্যা বাড়ছে। ঢাকার পর চট্টগ্রাম ও নারায়ানগঞ্জে উচ্চ সংক্রমণ হার রয়েছে শুরু থেকেই।