১৮ ফেব্রুয়ারি,২০১৯, সোমবার।
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে সম্পন্ন হল “আর্টিস্টিক এস্থেটিকস ২.০: ন্যাশনাল ইন্টার-মেডিকেল ফটোগ্রাফি এক্সিবিশন-২০১৯” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
দেশের ৩৫টি মেডিকেল কলেজের অংশগ্রহণে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে গত ১৪ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে জেআরআরএমসি ফটোগ্রাফি ক্লাব আয়োজিত “আর্টিস্টিক এস্থেটিকস ২.০: ন্যাশনাল ইন্টার-মেডিকেল ফটোগ্রাফি এক্সিবিশন-২০১৯।”
দুইদিন ব্যাপী চলা উক্ত প্রদর্শনী ও প্রতিযোগিতার সমাপনী দিন, বৃহস্পতিবারে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী ড. সৈয়দ রাগীব আলী।
কলেজটির ফটোগ্রাফি ক্লাবের চেয়ারপার্সন অধ্যাপিকা ডা. শামীমা আখতার’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন , উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ.কে.এম. দাউদ , হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. মো. তারেক আজাদ । এছাড়াও উক্ত অনুষ্ঠানে কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক এবং শিক্ষার্থীবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত প্রদর্শনী ও প্রতিযোগিতায় ‘ক্যামেরা’ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মোস্তারা খানম জ্যোতি। ১ম রানার আপ হয়েছেন আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের আতিফ চৌধুরী, ২য় রানার আপ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের কৌশিক ফৌজদার।
‘মোবাইল’ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের খান মো. আমিনুল ইসলাম। ১ম রানার আপ হয়েছেন আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের মো. আকিব আমজাদ, ২য় রানার আপ চট্টগ্রাম মেডিকেল কলেজের এম. আজমাইন ইকতিদার।
ফটোগ্রাফি প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট ফটোগ্রাফি সোসাইটির সাবেক সভাপতি আব্দুল মোনায়েম এবং সাধারণ সম্পাদক বাপ্পী ত্রিবেদী। প্রতিযোগিতায় কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন ফটোগ্রাফার নাহিয়ান চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেআরআরএমসি ফটোগ্রাফি ক্লাবের সভাপতি সাব্বির হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোহাইমিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
তথ্য কৃতজ্ঞতা- সাব্বির হায়দার