আজ ২৫ অক্টোবর বুধবার ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে । পরীক্ষায় সকল ক্যাডারের সর্বমোট ৫ হাজার ৩৭৯ জন উত্তীর্ণ হয়েছেন। বুধবার বিকেলে সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক বৈঠকের পর ফলাফল প্রকাশের সিদ্ধান্ত হয়।
সরকারী কর্ম কমিশনের মুখপাত্র বৈঠক শেষে বলেন, বিভিন্ন ক্যাডারে ৫ হাজার ৩৭৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তার মধ্যে সাধারণ ক্যাডারে ২৯৪৩ জন, সাধারণ ও কারিগরি উভয় ক্যাডারে ১৭০১ জন, কারিগরি ক্যাডারে ৭৩৫ জন রয়েছে। এছাড়াও সহকারি সার্জন ক্যাডারে ৪৩৪ জন ও সহকারি ডেন্টাল সার্জন ক্যাডারে ৭ জন কৃর্তকার্য হয়েছেন।
অল্পকিছুক্ষণের মধ্যে পিএসসির ওয়েবসাইটে এ ফল পাওয়া যাবে। এছাড়াও টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস করে ৩৭তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফলাফল জানা যাবে এ পদ্ধতিতে। PSC স্পেস দিয়ে ৩৭তম এর রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ তে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে রেজিস্ট্রশন নম্বরসহ কোয়ালিফইড অথবা নন কোয়ালিফাইড হিসেবে ফলাফল পাওয়া যাবে।