প্ল্যাটফর্ম নিউজ, ১ আগস্ট, ২০২১, রবিবার
আজ, ১লা আগস্ট ২০২১ রবিবার দুপুরে প্রকাশিত হয়েছে ৪১তম বিসিএস পরীক্ষা-২০১৯ এর প্রিলিমিনারি টেস্টের ফলাফল।
ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ পাওয়া যাবে। তাছাড়া, টেলিটক বাংলােদশ লিমিটেড-এর মাধ্যমে ফলাফল পেতে যে কোনো মোবাইল হতে sms করে ৪১তম বি.সি.এস-এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল জানা যাবে।
এজন্য PSC<space>41<space>Registration Number লিখে ১৬২২২-তে পাঠােত হবে।
ফিরতি Message-এ Registration Number সহ Qualified অথবা Not Qualified হিসেবে ফলাফল পাওয়া যাবে।
Example : PSC 41 123456 send to 16222
উল্লেখ্য, ৪১তম বিসিএস এর লিখিত পরীক্ষা আগামী নভেম্বর, ২০২১ মাসে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচী পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।