সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির পর এখনো ৫টি মেডিকেলে ১৯টি আসন ফাঁকা থাকায় বিশেষ বিবেচনায় ভর্তির সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মোঃ মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ বিবেচনায় সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে ৫ম দফা অপেক্ষমান তালিকা হতে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। এতে উল্লেখিত সরকারি মেডিকেল কলেজসমূহের অধ্যক্ষদের আগামী ২৩ অক্টোবরে মধ্যে তালিকায় বর্ণিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির ক্ষেত্রে অধিদপ্তরের প্রকাশিত ভর্তির বিজ্ঞপ্তির শর্তাবলি অপরিবর্তিত থাকবে।
বিজ্ঞপ্তি অনুসারে দেখা যায়, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ (প্রস্তাবিতঃ সুনামগঞ্জ মেডিকেল কলেজ) সুনামগঞ্জে ১টি, মাগুরা মেডিকেল কলেজে ৩টি, নেত্রকোনা মেডিকেল কলেজে ৩টি, নীলফামারী মেডিকেল কলেজে ৩টি ও শেখ হাসিনা মেডিকেল কলেজ(প্রস্তাবিতঃ হবিগঞ্জ মেডিকেল কলেজ) হবিগঞ্জে ৯টিসহ মোট ১৯টি আসন ফাঁকা রয়েছে।
প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী