IPL,BPL,SPL,CPL,PSL এর চেয়ে কোন অংশে কম নয় কিন্তু এই নর্দান প্রিমিয়ার লীগ।
এবারে অংশগ্রহনকারী বাঘাবাঘা দলগুলো হলো :
১.নর্দান রিভেন্জার্স
২.নর্দান ফাইটার
৩.নর্দান পায়োনিয়ার
৪.নর্দান রয়েলস
৫.নর্দান বার্নাস
৬.নর্দান স্ট্রাইকার্স
৭.নর্দান সিক্সার্স
৮.নর্দান ওয়ারিয়ার্স
৯.নর্দান থান্ডারভোল্টস।
অনেকদল প্রস্তুতিও শুরু করে দিয়েছে।ধারনা করা হচ্ছে এবারের এন.পি.এল হবে অন্যান্যবারের চেয়ে অধিক জাকজমকপূর্ন।
নর্দান রিভেন্জার্সের মোশারফ শরিফ বলেন, “সবকিছু ঠিকঠাক থাকলে এবারের কাপ হয়তো আমাদের ঘরেই যাবে।”
রিভেন্জার্সের অন্যতম অলরাউন্ডার মোস্তাফিজের এলাকা থেকে আগত মিজানুর রহমান বলেন, “বরাবরের মত আমরা সেরাটাই উপহার দিতে চেষ্টা করবো।আশা করি দর্শকরা আমাদের পাশে থাকবে।”
এই উপলক্ষে গত ১লা মার্চ নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এক বিশাল সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এরপর উদ্বোধনি ম্যাচ শুরু হবে ২রা মার্চ সরকারী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে।
তথ্য ও ছবি ঃ ডা. মোশারফ শরিফ