বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
৫ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন ও চলমান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ডক্টরস’ মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমজের সভাপতি ডাঃ জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নুরুন নবী স্বাক্ষরিত এক কেন্দ্রীয় ঘোষণায় এ আহ্বান জানানো হয়েছে।
কেন্দ্রীয় ঘোষণায় জানানো হয়েছে, ‘আপনারা ইতোমধ্যে অবগত আছেন, সারাদেশে মেডিকেল শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকবৃন্দ স্বাস্থ্যখাত মুক্তির ৫ দফার জন্য দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে।
আমরা হতাশার সাথে লক্ষ্য করছি যে, বারংবার মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রশাসনের কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়।
সুতরাং, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস এই মর্মে আহ্বান করছে যে, মেডিকেল শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতির সাথে একাত্মতা পোষণ করে সকল চিকিৎসকবৃন্দ (রেজিস্ট্রার, আইএমও, সিএ, রেসিডেন্ট, নন-রেসিডেন্ট, এফসিপিএস ট্রেইনি এবং জুনিয়র কনসাল্টেন্ট থেকে শুরু করে প্রফেসর পর্যন্ত সর্বস্তরের চিকিৎসক) আগামী ০১/০৩/২০২৫ তারিখ রোজ শনিবার হতে ৫ দফার যৌক্তিক উপসংহারে না আসা পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্যে কর্মবিরতি পালন এবং চলমান কর্মসূচিতে অংশগ্রহন করবেন।’
প্ল্যাটফর্ম/এমইউএএস