রবিবার, ০২ মার্চ, ২০২৫
৫ দফা দাবিতে একাডেমিক শাটডাউন ও কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ডক্টরস’ মুভমেন্ট ফর জাস্টিস। ডক্টরস’ মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মোঃ নুরুন নবী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “১. বিএমডিসি অ্যাক্ট ২০১০ কে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছে, যার রায় আগামী ১২ তারিখ হওয়ার কথা, স্যাররা সে রায়ের ব্যাপারে আমাদেরকে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা রাখতে বলেছেন। এরপরও ১২ তারিখ সন্ধ্যার জন্য সবাইকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে।
২. স্বাস্থ্যখাতের সংকট নিরসনে চিকিৎসকদের জন্য নতুন ৫০০০ নিয়োগ বরাদ্দ করা হয়েছে যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। পরবর্তীতে পাস করা প্রত্যেক ব্যাচ বৈষম্যহীনভাবে যাতে সমান ও সর্বোচ্চ সংখ্যক বিসিএস লাভ করে এইজন্যে নিরন্তর কাজ চলমান।
৩. ৯০ দিনের মধ্যেই চিকিৎসক সুরক্ষা আইনের পূর্ববর্তী অসামঞ্জস্যতাগুলো পরিমার্জন করে নতুন করে প্রণয়ন করা হবে।
৪. চিকিৎসকদের চাকরির বয়স ৩২ বছর থেকে ৩৪ বছর করার আবেদন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রত্যাখ্যাত হয়েছিলো। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে পরবর্তী দুই কর্মদিবসের মধ্যেই চাকরিতে প্রবেশের বয়স ৩২ থেকে ৩৪ করার জন্য পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর নিশ্চয়তা দেওয়া হয়েছে।
৫. হাসপাতালে ডাক্তার, নার্স এবং অন্যান্য চিকিৎসা সংক্রান্ত লোকজনদের ড্রেসকোডের (Especially white coat for doctors) ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা আসবে।
৬. সুনির্দিষ্ট drug list এর বাইরে কেউ prescribe করলে সিভিল সার্জন বরাবর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
৭. মানহীন সকল স্বাস্থ্যশিক্ষাপ্রতিষ্ঠান অতি দ্রুত বন্ধ করার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
৮. BDS এর জন্য বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৯. GP system এবং Referral system নিয়ে কাজ ইতোমধ্যেই চলমান রয়েছে।
উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আজকে থেকে ১২ তারিখ পর্যন্ত সকল চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করলাম”
প্ল্যাটফর্ম/এমইউএএস