মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
৫ দফা দাবিতে একাত্মতা ঘোষণা করেছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলের মিড-লেভেল চিকিৎসকেরা। মঙ্গলবার মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীদের এক বিশেষ বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে – “বর্তমান উদ্ভত পরিস্থিতিতে আমাদের উত্থাপিত পাঁচটি দাবী বাস্তবায়নের নিমিত্তে চলমান আন্দোলনে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মিড লেভেল চিকিৎসকগণ একাত্মতা ঘোষণা করে। এজন্য আমরা মিড লেভেল চিকিৎসকদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আমাদের উত্থাপিত পাঁচটি দাবি অত্যন্ত যৌক্তিক এবং এটি বাংলাদেশের স্বাস্থ্য খাতের সামনের দিকে অগ্রসরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই দাবি শুধুমাত্র মেডিকেল কলেজ শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকগণের নয় বরং সকল মিড লেভেল ও সিনিয়র লেভেল চিকিৎসকদের দাবি। এমতাবস্থায় আমাদের কর্মসূচির সাথে যুগপৎ ভাবে আন্দোলনের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সকল সরকারি ও বেসরকারি পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের আহ্বান জানাচ্ছি। একজন জুনিয়র হিসেবে বর্তমান ক্রান্তি লগ্নে আমরা আশা করছি আপনারা সিনিয়র চিকিৎসক হিসেবে আমাদের কর্মসূচির সাথে খুব দ্রুত কর্মবিরতি প্রদানের মাধ্যমে পাঁচটি দফা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”
প্ল্যাটফর্ম/এমইউএএস