রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
৫ দফা দাবিতে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকদের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিক্ষোভ মিছিল নিয়ে তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান। শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে তাদের পক্ষ থেকে সম্প্রতি ম্যাটস, ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হটকারিতামূলক সিদ্ধান্তের প্রতিবাদসহ ৫টি দাবি জানানো হয়।
চিকিৎসক-শিক্ষার্থীদের ৫ দফা দাবিঃ
১. MBBS/BDS ব্যতীত কেউ “ডাক্তার” লিখতে পারবে না উক্ত আইনের বিরুদ্ধে করা BMDCএর বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে ও BMDC রেজিস্ট্রেশন শুধুমাত্র MBBS/BDS ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০ সাল থেকে হাসিনা সরকার MATS দেরকে BMDC থেকে registration দেওয়া শুরু করেছে, এই MATS দের BMDC থেকে registration দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে।
২. উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ OTC Drug list update করতে হবে। MBBS ও BDS ছাড়া অন্য কেউ OTC list এর বাইরে drug prescribe করতে পারবেনা। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো OTC list এর বাইরে কোন ওষুধ বিক্রি করতে পারবে না।
৩. স্বাস্থ্যখাতে চিকিৎসকের সংকট নিরসনে-
ক. দ্রুত ১০,০০০ জন ডাক্তার নিয়োগ দিয়ে সকল শূন্য পদ পূরণ করতে হবে, আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিতে হবে।
খ. প্রতিবছর ৪,০০০-৫,০০০ ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্যখাতের ভারসাম্য বজায় রাখতে হবে।
গ. ডাক্তারদের BCS এর বয়সসীমা ৩৪ বছর করতে হবে।
৪. সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (MATS) ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ সমূহ বন্ধ করে দিতে হবে। ইতোমধ্যে পাশ করা MATS শিক্ষার্থীদের SACMO পদবী রোহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। নতুনভাবে MATS এ ভর্তি বন্ধ করতে হবে। ম্যাটস স্টুডেন্টদেরকে paramadics এ প্রবেশ দিয়ে সম্পূর্ণ ভাবে ম্যাটস বন্ধ করতে হবে।
৫. চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।
প্ল্যাটফর্ম/