শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
৫ দফা দাবিতে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে। ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীদের এক বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়েছে।
‘স্বাস্থ্যখাতের অধঃপতন এর প্রতিবাদস্বরূপ কমপ্লিট শাটডাউন কর্মসূচি’ শীর্ষক বিবৃতিতে বলা হয়েছে, “মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের পক্ষ থেকে আদালতে তিনটি রিট চলমান-
১. ডাক্তার পদবী ব্যবহার সংক্রান্ত ২৭৩০/২০১৩
২. ডাক্তার পদবী সংক্রান্ত বিএমডিসি অ্যাক্ট ২০১০ এর ধারা ২৯ কে চ্যালেঞ্জ করে, ১৩০৪৬/২০২৪
৩. আপডেটেড ঔষধ, অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করার বৈধতা চেয়ে, ১৩৪৬২/২০২৪
সর্বশেষ গত ১৯/০২/২০২৫ ইং তারিখে ৯০তম বারের মত হাইকোর্ট রায় পেছানোর মাধ্যমে স্বাস্থ্য খাতকে নাট্যমঞ্চের রঙ্গশালায় পরিণত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সারাদেশের সকল মেডিকেল কলেজের সাথে একাত্মতা পোষণ করে পূর্নাঙ্গ রায় ও ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ২৩/০২/২০২৫ ইং সকাল ৮:০০ টা হতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সকল ইন্টার্ন চিকিৎসক কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে এবং দিনাজপুর মেডিকেল কলেজের সকল শিক্ষার্থী ক্লাস, পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিচ্ছে।”
প্ল্যাটফর্ম/