শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
এবার ৫ দফা দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছে নীলফামারী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকেরা। আজ (২২ ফেব্রুয়ারি) নীলফামারীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বরাবর প্রেরিত এক আবেদনের মাধ্যমে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ ঘোষণা দেয় তারা।
আবেদনে বলা হয়েছে, “বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সকল অসঙ্গতির মূলোৎপাটন করতে প্রয়োজন স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন। আমরা মনে করি, আমাদের প্রদত্ত ৫ দফা দাবিই পারে বাংলাদেশের স্বাস্থ্যখাতে একটি ইতিবাচক বিপ্লব সংগঠিত করতে। আমাদের ৫ দফা দাবি বাস্তবায়ন হলে একদিকে যেমন স্বাস্থ্যখাতের অসঙ্গতি ও অস্থিতিশীলতা দূর হবে অন্যদিকে ঠিক তেমনি এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবে রোগীরা তথা দেশের সাধারণ জনগন। আমাদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা বিগত কয়েকদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ তো করেইনি, এমনকি দাবি বাস্তবায়নের জন্য কোনো আশ্বাসও প্রদান করেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এরুপ আচরণ আমাদের ব্যথিত করেছে এবং আমরা মনে করি আমাদের দাবিগুলো বাস্তবায়নে অন্যকিছু নয় বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবই প্রতিবন্ধক।
এমতাবস্থায়, ৫ দফা যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত নীলফামারী জেনারেল হাসপাতালের সকল ইন্টার্ন চিকিৎসক অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করছে।”
তবে আবেদনে আরো উল্লেখ করা হয়েছে, “রোগীদের অত্যন্ত জরুরী সেবার কথা বিবেচনায় রেখে যেকোনো প্রয়োজনে আমাদের সদা প্রস্তুত থাকবে। অপর পৃষ্ঠায় ইমার্জেন্সি টিমের সদস্যদের নাম ও মোবাইল নম্বর সংযুক্ত করা হল।”
উল্লেখ্য, এর আগে ৫দফা দাবিতে গত বৃহস্পতিবার কর্মবিরতি ঘোষণা করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।
প্ল্যাটফর্ম/এমইউএএস