শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
স্বাস্থ্যখাত রক্ষার ৫ দফা দাবিতে রংপুরে আজ (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সম্মিলিত বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যখাতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে রংপুর অঞ্চলের মেডিকেলসমূহের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা এতে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছ।
এতে অংশগ্রহণ করেছে রংপুর মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, রংপুর আর্মি মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা।
জানা গেছে, আজ সকাল ১০ টা থেকে রংপুর মেডিকেল কলেজ গেইটে উল্লেখিত মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা একত্রিত হওয়া আরম্ভ করে। সকাল আনুমানিক ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে মেডিকেল মোড় অভিমুখে যাত্রা করে তারা। সকাল ১১টা থেকে প্রায় ১ ঘন্টা তারা মেডিকেল মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে। এরপর পুনরায় বিক্ষোভ মিছিল নিয়ে রংপুর মেডিকেল কলেজ গেইটের অভিমুখে রওয়ানা দেয় তারা। পরবর্তীতে পথসভার মাধ্যমে কর্মসূচি আজকের মতো সমাপ্ত ঘোষণা করে।
উল্লেখ্য স্বাস্থ্যখাতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে রংপুর অঞ্চলের মেডিকেল শিক্ষার্থীরা ও ইন্টার্ন চিকিৎসকরা গত ১৭, ১৮, ১৯ ফেব্রুয়ারি তিন দিন ধরে ধারাবাহিক বিক্ষোভ মিছিল ও পথসভা কর্মসূচি পালন করে এবং গত ২০ ফেব্রুয়ারি থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত রয়েছে। তবে কর্মবিরতির মধ্যেও মানবিক ছিলেন তারা, চিকিৎসা দেন দূর্ঘটনায় আহত ৪০ জনকে। এ নিয়ে কর্মবিরতি স্বত্বেও রংপুর মেডিকেলে চিকিৎসা পেল দূর্ঘটনায় আহত ৪০ জন শিরোনামে প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশিত হয়েছিল।
প্ল্যাটফর্ম/এমইউএএস