কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী, সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ এবং বিচার চেয়ে আজ রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এর সামনে সাপ্পোরো ডেন্টাল কলেজ এর শিক্ষার্থীরা বেলা ১২ টা থেকে ১.৩০ পর্যন্ত এ মানববন্ধন করে।
এই মানববন্ধনে অংশগ্রহণ করে সাপ্পোরো ডেন্টাল কলেজের ছাত্র-ছাত্রীরা।
নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও ছিল উক্ত মানববন্ধনে।
তারা দ্রুত প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে তাদের বিচার দাবী করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে সাপ্পোরো ডেন্টাল কলেজের একজন শিক্ষার্থী বলেন, “সবাই চায় বিচার, সেই সকল পশুদের যাদের কারণে আজ তনুর মত মেয়েরা তাদের প্রাণ হারাচ্ছে, কেও হয়ত হারাচ্ছে বোন, কেউ আদরের সন্তান। আমরা এর বিচার চাই। শুধু এক তনু নয়, এমন হাজার হাজার তনু এখনও বিচারের অপেক্ষায় আছে। যত দ্রুত সম্ভব আমরা অপরাধীদের বিচার দাবি করছি।”
উল্লেখ্য, ২০ মার্চ ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকার একটি কালভার্টের রাস্তার পাশে ঝোঁপের মধ্যে ১৯ বছর বয়সী এই তরুণীর লাশ পাওয়া যায়।
পাশেই পাওয়া যায় তনুর জুতা, ছেঁড়া চুল, ছেঁড়া ওড়না।
পুলিশের ধারণা, খুনের আগে ধর্ষণ করা হয়েছিল তনুকে।
এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারে নি।
Courtesy : Dental times