বিশ্ব স্বাস্থ্য দিবসে দেশব্যাপী প্ল্যাটফর্মের জনসচেতনতা কার্যক্রমঃ জহুরুল ইসলাম মেডিকেল কলেজের আয়োজন

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৬

12985491_1190102591008324_3928480988006400419_n12932844_1190103231008260_3123197906481795102_n

JIMCH Platform
JIMCH Platform

 12933031_1190102957674954_6130442587780996148_n 12938111_1190102744341642_1478283680904834858_n 12974478_1190102897674960_7326760331087454798_n 12974537_1190103087674941_1231843981059570553_n 12985339_1190102644341652_6948727240508129939_n  12993334_1190102717674978_3720699719323090280_n 12993390_1190103257674924_1953233839828267566_n 12993551_1190102767674973_2335097686912813882_n

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৬ এর প্রতিপাদ্য বিষয়ঃ HALT THE RISE, BEAT DIABETES। এ ব্যাপারে স্বাস্থ্য সেবা নিতে আসা জনগণের সচেতনতা বৃদ্ধিতে প্ল্যাটফর্ম এর পক্ষ থেকে  বিভিন্ন মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ হাসপাতালে নির্দিষ্ট কিছু স্ক্রিনিং এবং কাউন্সেলিং এর ব্যবস্থা করা হয়েছিল। জহুরুল ইসলাম মেডিকেল কলেজে আয়োজিত এই ক্যাম্পে অংশগ্রহন করে শতাধিক মানুষ। অনুষ্ঠানের শুরুতে হাসপাতালের ডিরেক্টর স্যার এবং ক্লিনিক্যাল ডিপার্টমেন্টের প্রধানদের ৬ষ্ট সংখ্যা উপহার দিয়ে প্ল্যাটফর্মের ছোট একটা প্রেজেন্টেশন করা হয়। প্রেজেন্টশনে আরো উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একাংশ। প্রেজেন্টশনে ছিলেন প্ল্যাটফর্ম সেন্ট্রাল থেকে আবিদ হাসান এবং ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন J-20 ব্যাচের আয়েশা হায়দার, ফটোসেশনে ছিলেন J-16 ব্যাচের ফয়সাল মিশু। সার্বিক সহায়তায় ছিলেন ডাঃ শেখ ফয়েজ আহমেদ(J-08), ডাঃ শাকিল সালেকিন (J-14), ডাঃ রাশেদুর রহমান (J-18)। Non communicable disease awareness Campaign এ  প্রায় ১১০ জন Attendance এর BP,Height,weight,waist to hip Ratio পরিমাপ এবং তাদের Counseling করা হয়। প্রায় ৩ ঘন্টা পরিশ্রমের পর platform activist (JIMCH group) এর একটি সফল আয়োজন এলাকার মানুষদের একটু উপকারে আসলেও তারা সার্থক এই মন্তব্য প্রকাশ করেন এ্যাক্টিভিষ্টগন।

আবিদ হাসান

4 thoughts on “বিশ্ব স্বাস্থ্য দিবসে দেশব্যাপী প্ল্যাটফর্মের জনসচেতনতা কার্যক্রমঃ জহুরুল ইসলাম মেডিকেল কলেজের আয়োজন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

বিশ্বের সেরা জলরং শিল্পীদের মধ্যে ১১তম ডাঃ দেবব্রত আইচ মজুমদার

Sat Apr 9 , 2016
ডাঃ দেবব্রত, যিনি ডাক্তারি পেশার  পাশাপাশি নিতান্তই শখের বসে ছবি আঁকেন।কিছুদিন আগে শখের বসেই একটা জলরং এর ছবি আঁকেন, যেখানে একটি মেয়ের মুখ অবয়ব পানিতে ডুবে যাচ্ছে। কথাটা খুব সাধারণ তাই না? কিন্তু ছবির নাম যেমন অসাধারণ, তার থেকেও বেশি অসাধারণ ছবিটি। তার সেই সখের বসে আঁকা ছবিটি ,কিছুদিন আগে […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo