ডাঃ ভক্তি যাদব, ৯১ বছর বয়সী স্ত্রীরোগবিশেষজ্ঞ, ১৯৪৮ সাল থেকে ভারতের ইন্দোরে রোগীদের সেবা দিয়ে আসছেন বিনামূল্যে।
নারীশিক্ষা নিয়ে যখন ঠিকমত সচেতনতাই গড়ে ওঠেনি, তখন মেডিকেল কলেজে তিনি পড়াশুনা চালিয়ে গিয়েছেন। ইন্দোরে তিনিই সর্বপ্রথম মহিলা ডাক্তার এবং তিনি মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবা দিয়ে যাবেন বলেছেন।
তাঁর ৬৮ বছরের ক্যারিয়ার জীবনে প্রায় হাজারখানেক সন্তান প্রসব করিয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে।
যদিও বয়সের কারনে তিনি এখন আর আগের মতন সেবা দিতে পারেন না, তবুও তাঁর দেওয়া উপদেশ সবার কাছে এখনও মূল্যবান।
ভিডিও লিংক – https://www.youtube.com/watch?v=q-e-1qMzT2k&feature=youtu.be
Salute 🙂
onar seba korar jonno to lok dorkar.. 🙂
Respect..
Salute!