আইসিডিডিআরবির এইচআইভি অ্যান্ড এইডস প্রোগ্রামের পরিচালক ডা তাসনিম আজিম। সোজা বাংলায় বাংলাদেশে এইচআইভির উপর কাজ করা শীর্ষ কারও নাম বলতে হলে এক নম্বরে আসবে ডা আজিমের নাম।
ডা আজিম ১৯৮৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ সালে তিনি লন্ডন ইউনিভার্সিটি কলেজ থেকে ইমিউনোলজি/ভাইরোলজির উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালে তিনি দেশে ফিরে আইসিডিডিআরবিতে যোগ দেন এবং সেখানেই তিনি কাজ করছেন অদ্যাবদি। গবেষণা থেকে শুরু করে সরকারের সাথে নীতিমালা তৈরিসহ সব বিষয়ে সমান পারদর্শী এই গবেষক। এছাড়া তাঁর প্রতিষ্ঠিত এইচআইভি সারভেইল্যান্স সিস্টেমের অনুকরণে পাকিস্তান, ভুটান, শ্রীলংকা এবং মালয়েশিয়া তাদের নিজেদের দেশে এইচআইভি সারভেইল্যান্স সিস্টেম তৈরি করেছে।
কর্মক্ষেত্রঃ
১৯৮৯-১৯৯৫> সরকারী বৈজ্ঞানিক, ইউমিউনোলজি ল্যাবরেটরি, ল্যাবরেটরি সায়েন্স ডিভিশন আইসিডিডিআরবি।
১৯৯৫-১৯৯৭> সহযোগী বৈজ্ঞানিক, ইউমিউনোলজি ল্যাবরেটরি, ল্যাবরেটরি সায়েন্স ডিভিশন আইসিডিডিআরবি।
১৯৯৭-২০০২> সহযোগী বৈজ্ঞানিক এবং প্রধান, ভাইরোলজি ল্যাবরেটরি, ল্যাবরেটরি সায়েন্স ডিভিশন আইসিডিডিআরবি।
২০০৩> বৈজ্ঞানিক এবং প্রধান, ভাইরোলজি ল্যাবরেটরি, ল্যাবরেটরি সায়েন্স ডিভিশন আইসিডিডিআরবি।
২০০৩-২০০৯> বৈজ্ঞানিক এবং প্রধান, এইচআইভি অ্যান্ড এইডস প্রোগ্রাম এবং ভাইরোলজি ল্যাবরেটরি, ল্যাবরেটরি সায়েন্স ডিভিশন আইসিডিডিআরবি।
২০০৯-২০১১> জ্যেষ্ঠ বৈজ্ঞানিক এবং প্রধান, এইচআইভি অ্যান্ড এইডস সেন্টার এবং ভাইরোলজি ল্যাবরেটরি, ল্যাবরেটরি সায়েন্স ডিভিশন আইসিডিডিআরবি।
২০১১-২০১৫> জ্যেষ্ঠ বৈজ্ঞানিক এবং পরিচালক, এইচআইভি অ্যান্ড এইডস সেন্টার এবং ভাইরোলজি ল্যাবরেটরি, ল্যাবরেটরি সায়েন্স ডিভিশন আইসিডিডিআরবি।
২০১৫-অদ্যাবদি> জ্যেষ্ঠ বৈজ্ঞানিক এবং পরিচালক, এইচআইভি অ্যান্ড এইডস প্রোগ্রাম এবং ভাইরোলজি ল্যাবরেটরি, ল্যাবরেটরি সায়েন্স ডিভিশন আইসিডিডিআরবি।
স্বীকৃতিঃ
জাতীয়ঃ
২০১১-১৬> Member, Technical Working Group (TWG) for National M&E and Strategic Information on HIV and AID
২০১১-১৬> Member, National ART – PPTCT Advisory committee
২০১১-১৬> Member, National Steering Committee of RAS/H13, Department of Narcotics Control (DNC) of Ministry of Home Affairs
২০১১-১৬> Member, Technical sub-committee of the Bangladesh CCM for GFATM (Bangladesh)
২০১২-১৬> Member, Coordination Committee of Opioid Substitution Therapy (OST), National AIDS/STD Programme, Ministry of Health and Family Welfare
২০১৩-১৬> Member, Working group for Impact assessment of Harm Reduction in Dhaka City/AIDS Epidemic Model (AEM) in Dhaka City
২০১৩-১৬> Member, National TB-HIV Coordination committee
২০১৫-১৬> Member, Working group for Investment case in Bangladesh, UNAIDS and National AIDS/STD Programme, Ministry of Health and Family Welfare, GoB
আন্তর্জাতিকঃ
২০১১-১৩> Member, Regional advisory group on the regional project on cross border mobility (EMPHASIS) under CARE, UK.
২০১১-১৬> Technical Advisor, International Centre for Science in Drug Policy
২০১১-১৪> Ice Chair of the Board of Directors, Harm Reduction International
২০১১-১৬> Member of the Executive Committee, AIDS Society for Asia and the Pacific
২০১২-১৩> Co-chair, Prevention Science Track of the Scientific Programme Committee of the 7th IAS Conference on HIV Pathogenesis, Treatment and Prevention (IAS 2013)
২০১২-১৩> Member, International Advisory Committee of the 11th ICAAP, 2013
২০১৪-১৬> Member, MI+ Global Advisory Group (an international research advisory group for a multi country study)
২০১৪-১৫> Member, APCOM South Asia Strategic Information Advisors (ASASIA) panel
২০১৫-১৬> Member, Advisory Committee on Health Research (ACHR), WHO SEARO, New Delhi
নির্বাচিত প্রকাশনাঃ
|
সূত্রঃ আইসিডিডিআরবি ওয়েবসাইট