ডা তাসনিম আজিম:বাংলাদেশে এইচআইভি গবেষণার পথিকৃৎ চিকিৎসাবিজ্ঞানী

TasnimAzim

আইসিডিডিআরবির এইচআইভি অ্যান্ড এইডস প্রোগ্রামের পরিচালক ডা তাসনিম আজিম। সোজা বাংলায় বাংলাদেশে এইচআইভির উপর কাজ করা শীর্ষ কারও নাম বলতে হলে এক নম্বরে আসবে ডা আজিমের নাম।

ডা আজিম ১৯৮৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ সালে তিনি লন্ডন ইউনিভার্সিটি কলেজ থেকে ইমিউনোলজি/ভাইরোলজির উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালে তিনি দেশে ফিরে আইসিডিডিআরবিতে যোগ দেন এবং সেখানেই তিনি কাজ করছেন অদ্যাবদি। গবেষণা থেকে শুরু করে সরকারের সাথে নীতিমালা তৈরিসহ সব বিষয়ে সমান পারদর্শী এই গবেষক। এছাড়া তাঁর প্রতিষ্ঠিত এইচআইভি সারভেইল্যান্স সিস্টেমের অনুকরণে পাকিস্তান, ভুটান, শ্রীলংকা এবং মালয়েশিয়া তাদের নিজেদের দেশে এইচআইভি সারভেইল্যান্স সিস্টেম তৈরি করেছে।

কর্মক্ষেত্রঃ
১৯৮৯-১৯৯৫> সরকারী বৈজ্ঞানিক, ইউমিউনোলজি ল্যাবরেটরি, ল্যাবরেটরি সায়েন্স ডিভিশন আইসিডিডিআরবি।
১৯৯৫-১৯৯৭> সহযোগী বৈজ্ঞানিক, ইউমিউনোলজি ল্যাবরেটরি, ল্যাবরেটরি সায়েন্স ডিভিশন আইসিডিডিআরবি।
১৯৯৭-২০০২> সহযোগী বৈজ্ঞানিক এবং প্রধান, ভাইরোলজি ল্যাবরেটরি, ল্যাবরেটরি সায়েন্স ডিভিশন আইসিডিডিআরবি।
২০০৩> বৈজ্ঞানিক এবং প্রধান, ভাইরোলজি ল্যাবরেটরি, ল্যাবরেটরি সায়েন্স ডিভিশন আইসিডিডিআরবি।
২০০৩-২০০৯> বৈজ্ঞানিক এবং প্রধান, এইচআইভি অ্যান্ড এইডস প্রোগ্রাম এবং ভাইরোলজি ল্যাবরেটরি, ল্যাবরেটরি সায়েন্স ডিভিশন আইসিডিডিআরবি।
২০০৯-২০১১> জ্যেষ্ঠ বৈজ্ঞানিক এবং প্রধান, এইচআইভি অ্যান্ড এইডস সেন্টার এবং ভাইরোলজি ল্যাবরেটরি, ল্যাবরেটরি সায়েন্স ডিভিশন আইসিডিডিআরবি।
২০১১-২০১৫> জ্যেষ্ঠ বৈজ্ঞানিক এবং পরিচালক, এইচআইভি অ্যান্ড এইডস সেন্টার এবং ভাইরোলজি ল্যাবরেটরি, ল্যাবরেটরি সায়েন্স ডিভিশন আইসিডিডিআরবি।
২০১৫-অদ্যাবদি> জ্যেষ্ঠ বৈজ্ঞানিক এবং পরিচালক, এইচআইভি অ্যান্ড এইডস প্রোগ্রাম এবং ভাইরোলজি ল্যাবরেটরি, ল্যাবরেটরি সায়েন্স ডিভিশন আইসিডিডিআরবি।

স্বীকৃতিঃ
জাতীয়ঃ
২০১১-১৬> Member, Technical Working Group (TWG) for National M&E and Strategic Information on HIV and AID
২০১১-১৬> Member, National ART – PPTCT Advisory committee
২০১১-১৬> Member, National Steering Committee of RAS/H13, Department of Narcotics Control (DNC) of Ministry of Home Affairs
২০১১-১৬> Member, Technical sub-committee of the Bangladesh CCM for GFATM (Bangladesh)
২০১২-১৬> Member, Coordination Committee of Opioid Substitution Therapy (OST), National AIDS/STD Programme, Ministry of Health and Family Welfare
২০১৩-১৬> Member, Working group for Impact assessment of Harm Reduction in Dhaka City/AIDS Epidemic Model (AEM) in Dhaka City
২০১৩-১৬> Member, National TB-HIV Coordination committee
২০১৫-১৬> Member, Working group for Investment case in Bangladesh, UNAIDS and National AIDS/STD Programme, Ministry of Health and Family Welfare, GoB

আন্তর্জাতিকঃ
২০১১-১৩> Member, Regional advisory group on the regional project on cross border mobility (EMPHASIS) under CARE, UK.
২০১১-১৬> Technical Advisor, International Centre for Science in Drug Policy
২০১১-১৪> Ice Chair of the Board of Directors, Harm Reduction International
২০১১-১৬> Member of the Executive Committee, AIDS Society for Asia and the Pacific
২০১২-১৩> Co-chair, Prevention Science Track of the Scientific Programme Committee of the 7th IAS Conference on HIV Pathogenesis, Treatment and Prevention (IAS 2013)
২০১২-১৩> Member, International Advisory Committee of the 11th ICAAP, 2013
২০১৪-১৬> Member, MI+ Global Advisory Group (an international research advisory group for a multi country study)
২০১৪-১৫> Member, APCOM South Asia Strategic Information Advisors (ASASIA) panel
২০১৫-১৬> Member, Advisory Committee on Health Research (ACHR), WHO SEARO, New Delhi

নির্বাচিত প্রকাশনাঃ

  • Afrad MH, Matthijnssens J, Afroz SF, Rudra P, Nahar L, Rahman R, Hossain ME, Rahman SR, Azim T,Rahman M. Differences in lineage replacement dynamics of G1 and G2 rotavirus strains versus G9strain over a period of 20 Years in Bangladesh. Journal of Infection, Genetics and Evolution. 2014, 28:214–222.
  • Shahrin L, Leung DT, Pervez MM, Azim T, Bardhan PK, Matin N, Hefflefinger J, Chisti MJ. Characteristics and predictors of death among hospitalized HIV infected patients in a low HIV prevalence country Bangladesh. PLOS one 2014 9:e113095.
  • Azim T,Bontell I, Strathdee SA.  Women, drugs and HIV.Int J Drug Policy 2015 Suppl 1:S16-21.
  • Strathdee SA, West BS, Reed E, Moazan B, Azim T, Dolan K. Substance use and HIV among female sex workers and female prisoners: Riskenvironments and implications for prevention, treatment and policies. J Acquir Immune Defic  Syndr 2015 69 Suppl 1:S110-117.
  • Fry AM, Goswami D, Nahar K, Sharmin AT, Rahman M, Gubareva L, Trujillo A, Barnes J, Azim T, BreseeJ, Luby SP, Brooks WA. Effects of oseltamivir treatment of index patients with influenza on secondary household illness in an urban setting in Bangladesh: secondary analysis of a randomised, placebo-controlled trial.Lancet Infect Dis. 2015. [Epub ahead of print].
  • Crofts N, Azim T. Harm reduction in Asia and the Pacific: an evolving public health response. Harm Reduction J 2015 12:47.
  • Urmi AZ, Leung DT, Wilkinson V, Miah MAA, Rahman M, Azim T. Profile of an HIV testing andcounselling (HTC) unit in Bangladesh: majority of new diagnoses among returning migrant workers and spouses. PLoS One 2015 10:e0141483.
  • Alam MS, Khan SI, Reza M, Shahriar A, Sarker MS, Rahman A, Rahman M, Azim T. Point of care HIV testing with oral fluid among returnee migrants in a rural area of  Bangladesh. Curr Opin HIV AIDS 2016, 11 (suppl 1):S52–S58.
  • Zaman K, Fleming JA, Victor JC, Yunus M, Bari TIA, Azim T, Rahman M,  Mowla SMN,Bellini WJ,McNeal M, Icenogle JP, Lopman B, Parashar U, Cortese MM, Steele AD, Neuzil KM. Non-interference of rotavirus vaccine with measles-rubella vaccine at 9 months and  improvements in anti-rotavirus immunity: a randomized trial. J Inf Dis 2015  (in press)
  • Rana AKM, Reza MM, Alam MS, Khatun M, Khan SI, Azim T.Effects of in-country and cross-border mobility on condom use among transgender women (hijra) in Bangladesh: a cross-sectional study. AIDS and Behavior 2015 (in press)

 

এখানে দেখুন তাঁর সকল প্রকাশনা

সূত্রঃ আইসিডিডিআরবি ওয়েবসাইট

rajat

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

ডা শরফুল ইসলাম খান ববিঃ বাংলাদেশে এইচআইভি গবেষণায় পথিকৃৎ একজন চিকিৎসা নৃবিজ্ঞানী

Thu May 12 , 2016
তিনি একজন চিকিৎসক। তিনি একজন নৃতাত্ত্বিক। নৃতত্ত্বে স্নাতক স্নাতকোত্তর করে আসা অনেকেই তাঁকে নিজেদের গুরু মানেন। তিনি কাজ করেন এইচআইভি এবং এইডস নিয়ে। আইসিডিডিআরবির এইচআইভি এবং এইডস প্রোগ্রামে কাজ করা এই বিজ্ঞানীর নাম ডা শরফুল ইসলাম খান ববি। শরফুল ইসলাম খান ববি ১৯৯৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo