অবহেলিত ক্রান্তীয় রোগ বা neglected tropical diseases এর বিরুদ্ধে যুদ্ধের সাফল্য হিসেবে দক্ষিণ এশিয়ার দুই দ্বীপ রাষ্ট্র শ্রীলংকা এবং মালদ্বীপ ফাইলেরিয়াসিস বা গোদরোগ নির্মূল করতে সক্ষম হয়েছে। এই গোদরোগ শত শত মানুষকে অক্ষম এবং সমাজে অচ্যুত করে দিচ্ছিল। তাদের দারিদ্রের পথে ঠেলে দিচ্ছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ড. পুনম ক্ষেত্রপাল সিং বলেন, “The achievement by Maldives and Sri Lanka demonstrates the resolve of these countries and the Region as a whole to eliminate all neglected tropical diseases, which have no reason to continue and mar the lives of people,” মালদ্বীপ এবং শ্রীলংকার এই সাফল্যের কারণ হিসেবে ধরা হয় মশা নিয়ন্ত্রণ কর্মসূচী, আক্রান্ত জনগোষ্ঠীর চিকিৎসা, অক্ষমতা নিরসনের চিকিৎসা এবং প্রতিরোধ।
বিজ্ঞপ্তিঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা
Do you have more information about which hopital to contact in these countries for treatment ??