অসহায় ভর্তি রোগীর পাশে চট্টগ্রাম মেডিকেলের ডাক্তাররা

‘ ডাক্তার’ – এই শ্রেণীর মানুষকে বর্তমানে একজন কসাই,চিকিৎসা ব্যবসায়ী কিংবা তিল থেকে তাল হলে আন্দোলন করা পাবলিক হিসেবে এ দেশের মানুষের কাছে খুব(!) পরিচিত। কিন্তু এই কসাই ডাক্তার কে যদি দেবদূত রূপে চাক্ষস দেখতে পায় কেউ?

আমরা কথা বলছি চট্টগ্রাম মেডিকেল কলেজের ডাক্তারদের। ঘটনার শুরু চট্টগ্রাম মেডিকেল কলেজের ওয়ার্ডে। সেখানে একজন মহিলা এডমিটেড এবং তিনি মেগালোব্লাস্টিক এনিমিয়ার রোগী। তার বালিশের পাশে এক টুকরো চিরকুট দেখতে পাওয়া যায়। তাতে লেখা –

” সিরাজ মিয়া আমি যদি মারা যাই, আমার লাশ উপরের নাম্বারে কল করেই পাঠায় দিবেন”

Part

সন্ধ্যায় রাউন্ডে ইশতিয়াক ভাই কথা প্রসঙ্গে যখন বললেন, “কাগজটা দেখলে বুঝা যায় ঊনি কতটা অসহায়, তখন খুবই খারাপ লেগেছিল। তখন থেকে ভাবতেছি অাল্লাহর কাছে শুকরিয়া এটাই, অামি, অাপনি কতটুক ভাল অার নিরাপদে অাছি!!! ঊনার ১ টাকার ঔষুধ কেনার টাকা নাই। জিনিসপত্র এনে দেয়ারও কোন লোক নাই।”

 চিরকুট মহিলাটির অসহায়ত্বের স্বাক্ষী।তার কাছে ঔষধ কেনার টাকা তো নেই ই,প্রয়োজনীয় জিনিসপত্র এনে দেয়ার জন্য ও কেউ নেই।এই হাসপাতালের ডাক্তাররাই অসুস্থ এই মহিলার দেখাশোনার পাশাপাশি তার চিকিতসা ও অনুষঙ্গিক খরচ নিজেরা বহন করার দায়িত্ব নিয়েছেন। এমন শত-সহস্র অসহায় রোগীর পাশে দাঁড়ানো মহামানব ডাক্তারদের কীর্তি সবার অদেখা,অজানাই রয়ে যায়, কালের স্বাক্ষী হয়ে থাকে হাসপাতালের প্রতিটি বেড,ওয়ার্ড, ইট,বালি, সিমেন্ট। হ্যা ভাই, এরাই তারা, যাদের অাপনারা কসাই হিসেবে চিনেন। অার নিজেদের ভাবেন মহামানব।

সুত্রঃ রাকিব আদনান চৌধুরী

লিখেছেনঃ সাবরিনা আব্বাস

Vivek Podder

2 thoughts on “অসহায় ভর্তি রোগীর পাশে চট্টগ্রাম মেডিকেলের ডাক্তাররা

  1. shudu cmc na
    Cmoshmc teo poor fund to asei pt er jonno seat vara medicine free.
    ta charao medicine ward a deklam
    poor shune amdr sir echo koraise bina khoroche erkm aro onk kisu…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

বিএসএমএমইউ তে অপূর্ণাঙ্গ জোড়া শিশুর সফল অস্ত্রোপচার

Mon Jun 20 , 2016
তথ্য ও ছবি  :  বিএসএমএমইউ এর ফেইসবুক অফিসিয়াল পেইজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি অপূর্ণাঙ্গ জোড়া শিশুর (অপূর্ণাঙ্গ যমজ-চধৎধংরঃরপ ঞরিহ) অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। অত্র বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ৯ তলায় (লিফটের ৮) আধুনিক অপারেশন থিয়েটার কমপ্লেক্সে আজ সোমবার ২০ জুন ২০১৬ইং তারিখে সকাল ৯টায় শুরু হওয়া অস্ত্রোপচার সম্পন্ন হয় […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo