২০১৬ সালে শতবর্ষে পা রাখল মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ব্লুমবারগ স্কুল অফ পাবলিক হেলথ। ১৯১৬ সালের ১৩ জুন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জনস্বাস্থ্য বিষয়ক এই শিক্ষা প্রতিষ্ঠান তার যাত্রা শুরু করে।
গত ১০০ বছরে এই প্রতিষ্ঠান শত শত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তৈরি করেছে।
ল্যানসেটে প্রকাশিত এক আর্টিকেলে বলা হয় চিকিৎসাবিজ্ঞানের রাজ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানের স্মরণীয় অবদান হচ্ছেঃ
১। ভিটামিন ডির সাথে রিকেটসের প্রতিরোধের সম্পর্ক আবিষ্কার
২। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুটিবসন্ত নির্মূল অভিযানে দিক নির্দেশনা প্রদান
৩। ক্লোরিনেশনের মাধ্যমে পানি বিশুদ্ধকরণের পদ্ধতি উদ্ভাবন
৪। ৫০ টির বেশি দেশে আধুনিক পয়নিস্কাশন ব্যবস্থা স্থাপন
৫। বিশ্বের সবথেকে দীর্ঘমেয়াদি এইচআইভি cohort study পরিচালনা করা