বৃক্ষমানবকে বাড়ি বানাতে ৬ লাখ টাকা দিলেন তারই চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন খুলনার বৃক্ষমানবকে ৬ লাখ টাকা অর্থসাহায্য দিয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য প্রফেসর এম এইচ কবির চৌধুরী।
গত মঙ্গলবার দুপুরে তাকে এ অর্থ সাহায্য দেয়া হয়। অনুদানের এ অর্থ দেয়ার সময় উপস্থিত ছিলেন ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন স্যার ও বৃক্ষমানবের পরিবারের সদস্যগণ।
প্রফেসর এম এইচ কবির চৌধুরী বলেন, বৃক্ষমানবকে চিকিৎসাসেবা দেয়ার শুরুতেই জানা যায়, তার কোনো বাড়িঘর বা জমি-জমা নেই। তাই তাকে জমি ও বাড়ি করে দেয়ার জন্য সিদ্ধান্ত নেই। তিনি বলেন, এজন্য জমি কেনার জন্য ৪ লাখ ২০ হাজার টাকা এবং তাতে বাড়ি করার জন্য ১ লাখ ৮০ হাজার টাকা, সর্বমোট ৬ লাখ টাকা অর্থসাহায্য দিয়েছি।
অর্থসাহায্য পেয়ে বৃক্ষমানব আবুল বাজানদারের চোখে-মুখে দেখা যায় আনন্দের ঝিলিক। তিনি বলেন, আমি খুবই খুশি। এ টাকা দিয়ে আমি জমি কিনে বাড়ি তুলে আমার পরিবারের সদস্যদের নিয়ে থাকব।
আবুল বাজানদার বলেন, এমন মহতী কাজের জন্য আমি ওই চিকিৎসককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার মত একজন গরিবের এ পরিমাণ টাকা কোনোদিন রোজগার করার ক্ষমতা ছিল না।
দান করা জিনষ ফলাও করে প্রচারের বিষয় নয়
হতে পারে তার এই দান দেখে অন্য কেউ উতসাহিত হবে, মানুষের নিয়ত তার অন্তরে থাকে ভাই
যতদূর জানি,এটা ৩১ মে এর নিউজ!এত পুরানো নিউজ এখন শেয়ার করায় মনে হচ্ছে এটা নতুন নিউজ!!
Sir er name ta thik kore likhen…. Moner mathori misanor dorkar to nai….