সংবাদদাতা: অদ্বিতীয় দে, পাবনা মেডিকেল কলেজ
ঐক্যই শক্তি ও মানবতার সেবা- এই দুই মন্ত্র নিয়ে পাবনা জেলার প্রথম মেডিকেল সংগঠন “ডক্টরস্ এন্ড মেডিকেল স্টুডেন্ট্স এসোসিয়েসন, পাবনা ” যাত্রা শুরু করে। পাবনা জেলার সকল ডাক্তার ও মেডিকেল স্টুডেন্ট্স দের এক সুতোয় গাঁথা এবং মানুষের সেবা করার লক্ষ্যে তাদের এই যাত্রা। বর্তমানে এই এ্যাসোসিয়েসন এর সদস্য সংখ্যা ৩৫২ জন।
গত ১৫ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে পাবনা ক্যাফে রেস্টুরেন্ট এ পালিত হল এই এ্যাসোসিয়েসন এর ২য় পূনর্মিলন অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন পাবনার কৃতিসন্তান পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ রিয়াজুল হক (অধ্যাপক, অর্থোপেডিক্স বিভাগ) ,সহযোগী অধ্যাপক ডাঃ মাসুদুর রহমান প্রিন্স সহ পাবনার আরো অনেক ডাক্তার সহ মেডিকেলের কৃতি সন্তানরা।পরিচিতি পর্ব, আলোচনা সভা, দুপুরে প্রীতি ভোজ ছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
What is the procedure to be the member? List of current committee?
Adwiteeya Dey uporer vaiar shathe ektu kotha bolish pls
What is the procedure to be the member? List of current committee?