Doctor’s Association of Katiadi এর ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

1

সংবাদদাতা: মাজহারুল ইসলাম পনির, প্ল্যাটফর্ম এক্টিভিস্ট

“পেশায় সেবা চেতনায় মানবতা” এই স্লোগানকে সামনে রেখে Doctor’s Association of Katiadi (DAK-Facebook based Group) কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলাতে দীর্ঘ সময় ধরে মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত ১৫.০৯.১৬ ইং রোজ বৃহস্পতিবার কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টঘড়িয়া স্থানে একটি বৃহৎ পরিসরে ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ২০১৬ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজকের ভূমিকায় ছিল “অষ্টঘড়িয়া পাপ্পু ক্রীড়া চক্র “। অনুষ্ঠানের শুরুতেই ডা. শাহ আনিসুর রহমান রানা স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠান সঞ্চালকের ভূমিকায় ছিলেন মাজহারুল ইসলাম পনির, গ্রুপ এডমিন এনামুল হক DAK এর বিভিন্ন কল্যাণমূখী কার্যক্রম উপস্থিত সবার সামনে তুলে ধরেন। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আশফাক আহমেদ জুন, আচমিতা ইউনিয়ন চেয়ারম্যান সহ সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন। ডাক্তারদের মধ্য আরো উপস্থিত ছিলেন ডা. ওসমান গণি, ডা. মাজহারুল হক সজীব, ডা. শাহীন রাসেল, ডা. মুনতাসির পায়েল, ডা. কামরুল, বৃষ্টি, তন্বী, প্রভা, জেরিন, রাকিব হাসান , রিমান, তারিফ, জাভেদ, আমিনুল, হিমেল, উপমা, শাকিলা, সহ বিভিন্ন মেডিকেল -ডেন্টাল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।
14317447_1038404682924358_4610210098136165873_n
উক্ত অনুষ্ঠানে মোট ৮৫০ জন দুস্থ দরিদ্র মানুষকে সেবা দেয়ার সুযোগ হয়েছে এবং ৩৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা সম্ভব হয়েছে। কিশোরগঞ্জ জেলার তরুণ ডাক্তার মেডিকেল -ডেন্টাল শিক্ষার্থীদের প্রাণের সংগঠন Doctor’s Cafe (of Kishoreganj) এর সদস্যদের সরব উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তুলেছিল। উল্লেখ্য যে DAK এর পক্ষ থেকে এখন পর্যন্ত ৫টি ফ্রি মেডিকেল ক্যাম্প, ২টি শীতবস্ত্র বিতরণ প্রোগ্রাম, ৪টি ইফতার পার্টি, দরিদ্র শিশুদের মাঝে ২টি ঈদের মিষ্টান্ন সামগ্রী বিতরণ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে যা সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে ।

One thought on “Doctor’s Association of Katiadi এর ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

Sari Can Save Life!!! শাড়িই বাঁচাবে আপনার প্রাণ

Mon Sep 19 , 2016
Sari Can Save Life!!!!!!!!!!! কলেরা পানিবাহিত প্রাণঘাতী রোগ।কি পরিমাণ ক্ষতি করতে সক্ষম সেটা নতুন করে বলার কিছু নেই। যদিও বর্তমানে পাবলিক হেলথের ইন্টারভেনশনের কল্যাণে এর প্রকোপ অনেকটাই কমানো সম্ভব হয়েছে। তবে আমাদের সম্পদের তুলনায় সমস্যা বেশি তাই দেশীয় গবেষকগন অপ্রতুল সম্পদে সমস্যা মেটাবার অনবরত চেষ্টা করে যাচ্ছেন। সে রকমই একটি […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo