প্ল্যাটফর্মিয়ানদের সক্রিয় অংশগ্রহণে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির MPH ডিপার্টমেন্টের আয়োজনে নভেম্বর ২৯-৩০ তারিখে অনুষ্ঠিত হল প্রথম পাবলিক হেলথ কনফারেন্স। সারাদেশ থেকে অজস্র পাবলিক হেলথ প্রফেশনালদের অংশগ্রহণে মুখরিত হল AIUB প্রাঙ্গণ। দুইদিন ব্যাপী এই কনফারেন্সের থিম ছিল ‘fostering your brain into action’. কনফারেন্সের প্রথম দিন চীফ গেস্ট হিসেবে ছিলেন প্রফেসর ডা. এ কে আজাদ চৌধুরী, চেয়ারম্যান (স্টেট মিনিস্টার), গ্রান্ট কমিশন অফ বাংলাদেশ। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডা। শামসুল আলম, মেম্বার, প্ল্যানিং কমিশন অফ বাংলাদেশ। অংশগ্রহণকারী ইয়ং পাবলিক হেলথ প্রফেশনালরা ওরাল প্রেজেন্টেশন এবং পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে নিজেদের দক্ষতা তুলে ধরেন। পাবলিক হেলথ ফিল্ডের চ্যালেঞ্জ এবং সাফল্য নিয়ে সায়েন্টিফিক সেমিনারের মাধ্যমে বিভিন্ন দিক তুলে ধরেন বিশেষজ্ঞবৃন্দ। দ্বিতীয় দিন শেষে মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যার মধ্য দিয়ে শেষ হয় এই সুবিশাল আসর। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে প্ল্যাটফর্মের সক্রিয় অংশগ্রহণ থাকবে আশা করা যায়।
You May Like
-
4 years ago
লাইফ ইন লকডাউন, ডে হান্ড্রেড নাইনটি ফাইভ
-
6 years ago
স্বপ্নের USMLE: জেনে নিন সবকিছু
-
3 weeks ago
চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল